Posts

Showing posts from 2014

শব্দ শুনি

শব্দ শুনি কাল প্রহরীর, পরিবর্তন ধ্বনি । জোনাক বাতির, আলো আঁধারে, সংকেত অশনি ।

এখন তো

এখন তো তুমি আর নেই পাশে । তবুও বাতাস কেন বয়ে আসে ? পাখিরা এখনও কেন ছাড়েনি গান ? এখনও যে সুর তালে নাচল প্রাণ ।

আটখানা

জীর্ণ পথের ক্লান্তি ধূলো, তোমার দেহে মুখে । যতই লুকোও জলের ফোঁটা, হরিণ কাজল চোখে । বাতাস আজকে দারুণ ভারী, বইছেনা একটানা । ভেঙেছে চোরা হৃদয় প্রাচীর, একাকী আটখানা ।

তোমার রথের চাকা

তোমার রথের চাকা হতে চাই একবার । বিজয় মিছিলে ছোটার অঙ্গীকারে । সারথি যদি হতে পারো সবাকার, চাকার ধূলো উড়বে পথের ধারে ।

আমার ঘুড়ি

আমার ঘুড়ি আকাশ ছুঁতে চায় । লাটাই থেকে যতই সুতো ছাড়ি , খোলা আকাশ মেঘে ছেয়ে যায় । বৃষ্টি, এখন তোমার সাথে আড়ি ।

জীবন থেকে

জীবন থেকে একটু খানি পাওয়া, এর বেশী আর কিছুই নয় । জীবন যদি কখনো যায় থেমে, মরতে মরতে বাঁচার ইচ্ছে হয় ।

ফিরে দেখা

চিলের ধুসর ডানা লেগেছে মনে, পাখা মেলে বসে আছি একা । রোদ মাখা পাকা ধানের ঘ্রাণে, অতীতের যুগে ঘুরে ফিরে দেখা ।

আরও একবার

আকাশের দিকে চাইলে বড়ো ছোটো মনে হয় সবকিছু । হারিয়ে যেতে চায় মন, উড়ে যাওয়া পাখির ডানায় । মেঘের ভিড়ে লুকোচুরি খেলার বাসনা, জেগে ওঠে আবার । বেঁচে থাকার ইচ্ছেটা উঁকি দেয় আরও একব...

মনে পড়ে

তোমায় মনে পড়ে গানে কবিতায় । মনে পড়ে তোমাকে সুরের ছোঁয়ায় । তোমায় মনে পড়ে রঙিন ফুল পাতায় । মনে পড়ে তোমায় গাছের শীতল ছায়ায় ।

মধু পান

লাল কাঁকরের পায়ে চলা মেঠো পথে, আধবোঁজা বিকেলের ঘুমন্ত আলোয়, উদাস মন ডানা মেলে উড়তে চায় । মনের গহনে দাগ কাটা মুহুর্তে, অবুঝ মন তোমার কাছে যেতে চায় । জানি, অনেক দূরে আছো । তবুও ...

ঝরো ঝরো

আকাশ জুড়ে মেঘের ঢল, নদীর ঢেউএ ছলাৎ ছল । কাঁপে বাতাস থরো থরো, ভাঙ্গা বাদল  "ঝরো ঝরো" ।

না বোঝা মন

ভোরের দিকচক্রবালে কুয়াশার অন্তরালে, ভরা সবুজ বন । ভেজা ঘাসের রূপ জালে ফড়িং নাচের তালে তালে, নরম না বোঝা মন ।

দাঁড় কাক

দাঁড় কাক ছাতা হাতে বড়ো পাত্রে দুধ খায় । মুখে হাসি মিটি মিটি ছাতা হাতে হেঁটে যায় ।

অবুঝ মন

সকাল থেকে আকাশ ঝরে, পাতায় ফুলে রঙ লাগে । বইছে হাওয়া তিন তালে, অবুঝ মনটা প্রেম জালে ।

অপেক্ষা

ঘাসের গোড়ায় পিঁপড়ে চলে ফেরে । ঢাকের কান্নায় গুমরে ওঠে মেঘেরা । স্তব্ধ বনে ঝিঁঝিরা ডাকে, অবিরাম ধারাপাতে স্নাত হওয়ার অপেক্ষা ।

এখনও

এখনো জীবনে অনেক বাঁচার বাকি, ঘাসের মাথায় জমা শিশিরের মতো । ফেরার তাগিদে জন্ম নিতে থাকি, ফুলের কোলে পরাগ রেণুর মতো ।

নাচে বারবার

কুয়াশা চাদরে ঢাকা সোনাঝুরি, হলুদে সবুজে একাকার । আকাশের নীল হারিয়েছে মেঘে, মন কেন নাচে বারবার ।

মারো

মারো, চাবুক মারো । এতো বার মারো, যাতে চাকা চাকা দাগ বসে যায় । মারো, আরও মারো । এতো বেশী মারো, যাতে ভয়ে মরা দূর হয়ে যায় ।

অধিকার

বাঁচার কি শুধু তোমার অধিকার ? আত্ম প্রতিষ্ঠার নির্বোধ হুংকার ।

জীবন পাবিক্ লাই

মানষের মুতোও জীবন পাবিক্ লাই । মুনে য়ামার অনেক চিন্তা লাগে । মুনটা য়ামার তুই বুঝবিক লাই । তুহার কুথা মুনে য়ামার বাজে ।

মনের ছবি

তোমার কথা ভাবি, যখন জেগে থাকি । তারার আকাশ জুড়ে, মনের ছবি আঁকি ।

ঘুমের দেশে

ঘুমের দেশে পরীর বেশে, উদাস হাওয়া আসলো হেসে । হিমের শেষে আসবে ফাগুন, মনের ঘরে চোরা আগুন ।

আলিঙ্গন

আশ শেওড়ার ছায়া শীতল সুখে একাকী নির্জন, বুনো ফুলের রঙিন ঘ্রাণে প্রজাপতির আলিঙ্গন ।

প্রাণের কলরবে

রাতের গভীর নীরবতায় তারার আলো ঝরে, হাস্নুহানার মাদকতায় তোমায় মনে পড়ে । ভালোবাসার গভীর টানে প্রেম সাগরে ডুবে, শান্ত আবেগ থাকো সুখে প্রাণের কলরবে ।

পিয়াশাল বনে

গোদা পিয়াশাল বনে, মনের গভীর কোণে, হারিয়ে ছিলাম পথ । ঝিঁঝি পোকার গানে, মাদল বাজার টানে, নামলো তোমার রথ ।

অকারণ বাঁচা

মনের গহনে দ্বন্দ্ব ঘুরে ফেরে, নাস্তিক আস্তিকতার গর্ভে । জন সমুদ্রে পথ হারানো নাবিক মন, ওঠা নামা করে । প্রশ্ন আসে, উত্তর নয় । আবেগ টানে, যুক্তি নয় । চাওয়া পাওয়ার বোধে নির্বোধ...

ঘর

লাল কাঁকরের লাল মাটিতে লালচে বালির চর । নদীর বাঁকের এক কোণেতে তোমার আমার ঘর ।

মন পাখি

মন পাখিটা উড়তে চেয়ে মেলে ছিলো ডানা, রঙিন পালক লাগিয়ে ছিলো, কেউ করেনি মানা । আকাশ জুড়ে মেঘের সারি, বাতাস ভরা সুর, ফুলের ঘ্রাণে উতল আবেগ, মাতলো অচিন পুর । মনের পাখি হারিয়ে গেলো, ...

মন ঘুড়ি

যাকে না যায় ধরা, সেই আগুনে ধাই । সুখের পরশ, প্রেমের ঘোরে, মন পাখি ওড়াই । রূপ মোহের আগল খুলে মান ভাঙ্গাতে চাই । অবুঝ মনে আসি ফিরে, মন ঘুড়ি লাটাই ।

শিশির

শিশির নেমেছিল নিঃশব্দে, তারার আলোয়, রাতের আঁধারে । জলবিন্দু জমেছিল, কাঁটা ঝোপের কোলে, পথের ধারে । জেগে থাকা, নিঃসঙ্গ একা, খোলা জানলার ধারে, স্মৃতির অতীতে, আলোর মায়ায়, চোখের ...

জেগে ভাবা

জেগে ভাবা, ঘুমিয়ে স্বপ্ন । বাস্তব পরাবাস্তবে, জীবনটা মগ্ন ।

বিধি

বিধির বিধান দীর্ঘ থেকে দীর্ঘতর হয়, যদি লক্ষ্য হও বিধাতার । সবাই জানে; দিতে চরম তিরস্কার, একমাত্র তারই আছে অধিকার । জীবন এক পুরস্কার, স্বাধীন ভাবনা চিন্তার, নয় নিয়মের উপাসন...

ভরসা

জল দর্পণে স্বয়ম্ভু খুঁজি, নাড়া পড়লেই ঝাপসা । স্হিরতায় যত বাধার প্রাচীর, খোদাই কি তবে ভরসা ?

কালো

কালো কালির, কালো দেহে, কালো সুখে, কাম চায় । কালো মেয়ের, কালো চুলে, কালো ঘ্রাণে, রাত যায় ।

পর

চাঁদের নরম আলো, গোল পাতার ঘর । মাটির হিমেল ঘামে, এখন তুমিও পর ।

শব্দ শুনি

শব্দ শুনি পদাতিক অশ্বারোহীর প্রহর গুনি, আমি শুধু নিজের ভাঙ্গার শব্দ শুনি ।

সবুজ পাতা

সবুজ পাতা সবুজ পাতা বেয়ে, আলো নামে ধেয়ে । নরম মাটি শান্ত, শিকড় সব জানত । হঠাৎ আসা ঝড়ে, শিশির খসে পড়ে ।

অশ্বারোহী

হ্রেষারব বাড়ছে, অশ্বখুর ছুটছে । আরোহীর মুঠোবন্ধে তরবারি আসীন । খুরের ঘায়ে উড়ছে ধূলো, দিগন্ত মলিন । প্রজা রোষ রব তুলছে, অশ্বারোহী চলছে ।

যদি বলি

যদি বলি, আমার অনুপ্রেরণা তুমি ও তোমরা সবাই .. যারা সবাই আমার চারপাশে চলে ফেরে অবিরাম । সুখ দুঃখ ভালো মন্দ, সব কিছু মিলে মিশে একাকার হয়ে যায় প্রতিনিয়ত তোমাদের দরবারে । প্রেম ...

বাঁশি

হ্যামলিনের বাঁশি বাজে কর্পোরেটের তালে, হলুদ সবুজ পাখি নাচে সোনাঝুরির ডালে । সুরের মাদকে মাতে শ্রেণি সাধারণ, পদপিষ্ট ভিড়ে কেন মৃত্যু অকারণ ? ( পাটনার গান্ধী ময়দানে পদপিষ...

উৎসব

প্ল্যাটফর্মের নিয়ন আলোয়, খালি পেটে হুইস্কি গোলায় । সিগারেটের ঘোলাটে ধোঁয়ায়, উৎসব রেশ হাওয়ায় মেলায় ।

জীবন

বিরহ প্রেম আসে বার বার, এ জীবন তোমার আমার । এ জীবন মিলে মিশে বাঁচার, এ জীবন শুধু ভালোবাসার ।

অধিকার

এ জীবন যার স্বাধীন চিন্তার, জীবন কি তারই বাঁচার অধিকার ?

Love

Love is Ageless. Love is Timeless. Do you know, you have come form where? Is it the Earth, Fire or Air? Neither of you is me, Nor I am you.. No matter what goes on, I may even die for you. @ Rajendra

স্বাধীনতা

তিরঙ্গার জাদু ক্রমশ হচ্ছে ফিকে, বাজার আজকে ছেয়েছে চতুর্দিকে । স্বাধীনতা আজ বিঞ্জাপনের ছল, প্রেমহীন বুকে দেশটাই সম্বল ।

একদিন

একদিন নতজানু হবো স্তব্ধতার সামনে । জীবন গতির শেষ সীমানায় দাঁড়াব । মুখোমুখি বসবো ভাগ্য বিধাতার । সুদ আসলের হিসাব মিলাবো একবার ।

নদীর জল

নদীর জল মিশছে সমুদ্রে, সে আর ফিরবে না । শুধু ভাঁটার টানে, নিয়ে যাবে সব টেনে । জোয়ারে ফিরতি স্রোতে, বিরামহীন ঢেউ, আছড়ে পড়বে পাড়ে । না ফেরার কথা বলবে কানে কানে ।

দেড় কুড়ি

সমাজের পচন দেখে শরীরে আগুন জ্বলে । লজ্জা ঘৃণায় পুড়ি । জীবন এখন ক্ষয়েছে দেড় কুড়ি ।

একা

দুঃখ আজ একা । আনন্দ আজ একা । বিষাদ আজ একা । দেহ আজ দাহ্য, ক্ষীয়মান এক বোকা ।

মানুষ

মানুষ ভুলে যায় । যেটুকু শিশির পড়ে ভোরের ঘাসের মাথায় । মানুষ ভুলে গেছে । প্রয়োজনের বেশী না পেলেও বেঁচে আছে । মানুষ ভুলে যাবে । হত্যার মলিন দাগ সময়ে মিলিয়ে যাবে ।

মারীচ

অধিকার সচেতন আত্মসুখীর দল নেমেছে রাজপথে । মুখোশের আড়ালে বিদ্যুৎ খেলছে চোখের তারায় । মায়াবী মারীচ চরছে লোভের বাতি জ্বেলে । কখন পতঙ্গ ধরা দেবে আগুন খাঁচায় ।

আকাশ ভাঙা

আকাশ ভেঙে বৃষ্টি নামল, ভিজলাম একটানা । চোখের জলের দাগ মেলানোর টানে, কোথাও হাল্কা জ্বালা করছিল, অচেনা মন জানে ।

রাজপথ

উপর দিয়ে কত পা হেঁটে যায়, কত চাকা গড়িয়ে যায়, কত জল বয়ে যায় । একলা আমি শুয়ে থাকি, জাগা থাকি রাজপথে, রাজার পায়ের অনন্ত অপেক্ষায় ।

লাল স্বপ্ন

লাল মাটির লাল স্বপ্নে, পাথর বালির চড়া, কাঁটার ঝোপে, বুনো ফুলে, কামনার ঘ্রাণ ভরা । আকাশ বাতাস বড়ই উদার, শালের সবুজ ঘর, মোরাম ঢালা কাঁকর পথে, মনের আপন পর । স্বপ্নে ভাঙ্গা মাটির ঘ...

ফুলকি

পাথরে ঘষা ফুলকি কণা, বাতাসে বাতাসে ওড়ে । কুড়ানোর টানে পথ ছুটে চলা, নেশার আদিম ঘোরে ।

স্বপ্ন যখন

স্বপ্ন যখন হারিয়ে যায় মহা মৌনের পথে, স্বেদ সৌধ নির্মিত হয় মহাকালের রথে ।

পাখার পালক

পাখার পালকে ঢেকেছে আকাশ, ঢেকেছে ধানের শিস । রোদেলা আগুন জ্বালিয়ে দিয়েছে, দেহ কামনার বিষ ।

ভাবনা

ভাবনা কখনো মরতে চায়না, শুধু চায় উড়তে । দিগন্তে লীন রামধনু রাঙা সাতটি পাখায় ঘুরতে ।

তারা

একটা তারা পড়লো খসে তোমার চোখের তারায় । ভেজা গাল শুকিয়ে গেল অবাক জল ধারায় ।

চোখ

চোখ বন্ধ করলে, আকাশ নেমে আসে মাথার উপর । লাল নীল সবুজেরা, খেলা করে বন্ধ  চোখের তারায় । সাদা বক দল বেঁধে ওড়ে, নীরবতা ভেঙ্গে । বার বার বাঁচতে চাওয়ার, অফুরাণ তৃষ্ণায় ।

মনের গতি

Writers' Buildings থেকে office ফিরছি, সাথে Civil Service এর নিয়োগপত্র । আমার তখন অনেক আনন্দে থাকার কথা । দীর্ঘ প্রতীক্ষার পর স্বপ্ন পূরণের উল্লাসে ভেসে যাওয়ার কথা । অনেক মানুষকে ফোন করে জানানোর কথা । অথচ ...

অনেক দিনের পর

অনেক দিনের পর, আবার যদি কখনও হয় দেখা, অবাক হয়ে যেওনা । জানবে, অবাক পৃথিবীর গোলাকার বিস্ময়, তোমার পথ চেয়ে ছিলো ।

অনাদায়ী ঋণ

চির স্হাপত্যের অপার্থিব প্রহরী একাকী স্বাক্ষ্য বহন করছে সহস্র বছরের । দিন রাতের মায়া জাদু কাঠি তার অঙ্গ শোভায় লালিত । আমরা আসবো যাবো, বাঁচবো মরব । কীর্তি সব হয়ে গেছে ক্ষ...

Jaa Didi ANONYMOUS

যা দিদি সর্বলুটেষু সারদারূপেণ সংস্থিতা, ঘৃণাস্তসৈ ঘৃণাস্তসৈ ঘৃণাস্তসৈ ঘৃণাঃ ঘৃণাঃ। যা দিদি ছাত্রাঃ হত্যাষু পুলিশরূপেণ সংস্থিতা, ঘৃণাস্তসৈ ঘৃণাস্তসৈ ঘৃণাস্তসৈ ঘৃ...

ভোট গোনা

যে যেখানে আছি, সে সেখানেই থাকি, প্রতিবাদ আজ মনে । যে যাই বলুক, যে যাই করুক, প্রতিবাদী ভোট গোনে ।

Salinity

Salinity of Soul Touches deep inside. Spring comes, passes out. Consciousness subsidies slowly, As the lonely moonlit night Fades away...

পিছলে গেল

ইথার তরঙ্গে ভেসে আসা আলো, সবুজ পাতায় ঘাসে পিছলে গেলো ।

ভালোলাগে তোমাকে

তোমায় দেখি, কখনো সোজা .. কখনো আড়াল থেকে । কেন এমন করি? জানি না, বুঝি না, ভাবিও না । শুধু এটুকু বুঝি, ভালোলাগে তোমাকে ।

রাজনৈতিক স্বৈরতন্ত্র

রাজনীতির স্বৈরতন্ত্র, প্রতিবাদের গণতন্ত্র । শোষণবাদের দলতন্ত্র, বাঁচা মরার মূলমন্ত্র ।

ছলাৎ ছল

ছলাৎ ছল, ছলাৎ ছল .. অনেক হলো, এবার চল । জলের ঢেউ ওঠে নামে, বাজার আগুন দর দামে । তবুও মন ছলাৎ ছল .. অনেক হলো, এবার চল ।

ধোঁয়ায় ওড়াই

গুড়ি গুড়ি পায়ে, ধীরে ধীরে যাই। মনের ভাবনা যত, ধোঁয়ায় ওড়াই।

মেনে চলা

সম্পৃক্ত জীবনে যদি আসে ভালো লাগা, তবে কি তাকে ফেলে দেওয়া যায় ? যতই জীবন চলে নিয়মের শৃঙ্খলে, তবে কি তাকে মেনে নেওয়া যায় ?

A.R.T.I. - SALBONI

A.R.T.I. শালবনীর বিচিত্র গড়ন, DIRECTOR এর পেট কামড়ায়, আমাশার লক্ষণ । সকাল হলেই সব প্লটে প্লটে ছোটে, DIRECTOR এর চামচের মুখে খই ফোটে । টিফিনের পাঁউরুটি দাঁতে ছেঁড়া দায়, CANTEEN এর খানা গিলে পেটে হায় হায় । ...

যদি আমি

যদি আমি হতে পারতাম তোমার প্রেমিক, আকাশ থেকে টেনে আনতাম চাঁদের কান্নিক ।

জীবন এখন

জীবন এখন সম্পৃক্ত এক ঘূর্ণি । ভালোবাসার অতল টানে তলিয়ে যাওয়াতেই মনের রমণ । যখন আনন্দের প্রজাপতি ভেসে যায় দূরে, ফুরিয়ে যায় শোধ বোধ, মন তখনো হতাশায় নির্বোধ । হিসেবের চোরাব...

মানে না

জলের তলে শুক্তি খুঁজে মুক্তি আসে না, ভালো লাগার অতল তলে যুক্তি মানে না ।

দায়

রাজধর্ম বড়ো বালাই ভোট ভিক্ষা চায়, নির্বাচন প্রহসনে জেতা হারা দায় ।

স্বত্ব

স্বত্ব হীনতার শর্তে জীবন এখন আমসত্ব ।

ধাপ্পা

আত্ম সুখের মগ্নতায় ডুবে বিশ্বকে শুধু উপেক্ষা । যেন প্রবল ঝড়ে, উটের মুখ গোঁজা বালির গহ্বরে । জীবনের কানামাছি খেলায়, অন্ধ গলিতে অপেক্ষা । বিপদ কখন ধাপ্পা দেবে হিসেবের  দর...

চাকা

সূর্যস্নাত এখনও হয়নি দিন, মানুষ এখন পিপীলিকা সম, কোটরে অন্তরীন । ভারবাহী গাধা বইতে পারেনি ভার, মরা দেহখানা পড়ে আছে খালে, সৎকার নয় আর । শকুনের পাল ছিঁড়ছে মাংস দলে, মরা দেহ ছা...

শনির দোষ

রঙ্গ ভরা ব্যঙ্গ দেশের ব্যাঙ্গমা মহারাণী, যখন খুশী ছেটান প্রসাদ মাটন বিরিয়ানী। রাজ্য জুড়ে চরম বাওয়াল, সবার মনে ভয়, একুশে আইন কার কপালে কখন বরাত হয়। সান্ত্রী সেপাই লোক লস্...

ফিরে আসা

সময় কাউকে ছাড়েনি, সময় কাউকে ছাড়েনা । শাসক শোষক আসে যায়, দল গড়ে, ভেঙ্গে যায় । বদলের বিশ্বাসে, ইতিহাস ফিরে আসে।

আশা

যতই শিকড় টানি, কঠিন কুঠার হানি, জীবন থেকেই যায়। যতই তেল ঢালি, চিতার আগুন জ্বালি, আশা রয়েই যায় ।

অবাক জীবন

কোথায় কখন কি শুরু হয়, কখন কি হয় সারা ! অবাক জীবন চলার টানে, সবাই দিশাহারা ।

প্রাপ্য

দূষণ আজ পরিচিত এক নাম, বেচা কেনায় ওঠে নামে শুধু দাম । তবুও আমরা বুঝে শুনে চুপ থাকি, এখনও যে ভায়া অনেক প্রাপ্তি বাকি ।

বদল

প্রতিবাদ আর দেখি না আগের মতো, কৃষক শ্রমিক হারিয়েছে শত শত। বিবেকের ঘাতে মনকে প্রশ্ন করি, পাল্টেছে দেশ, বদল হয়েছে ঘড়ি।

অনেক বাকি

এখনও জীবনে অনেক পাওয়ার বাকি, নিজের মনকে দিয়েছি অবাধ ফাঁকি । তবুও যে মন এখনো চোরাবালি, প্রতিবাদ আজ রক্ত জমাট কালি ।

ত্রাস

মনের জানালা খোলা জানতাম এতকাল, আত্মতুষ্টির নশ্বরতায় মগ্ন ইহকাল । ভোগের গ্লানি এখনও করেনি গ্রাস, জীবন এখনও না-পেয়ে মরার ত্রাস ।

অচেনা

ভাঙ্গা পাঁচিলের এক কোণেতে, ফুটেছে এক ছোট্ট ফুল । অবাক করা সুবাস যে তার, কেউ জানেনা জাতি কুল ।

নেই

শব্দ আছে, প্রাণ নেই। কথা আছে, গান নেই।

মহাকালের চাকা

ভালোবাসা নেই, নেই অধিকার । চেনা মন, অচেনা বারবার । জীবন খুঁজে ফেরা আশা হতাশায়, প্রাণ ঘুরে মরে মহাকালের চাকায়।

বানভাসি

প্লবতার নিরাশ্রয়, বানভাসি মন। ঢেউহীন পোতাশ্রয়, শোক অকারণ ।

পাওয়া

জানি, ভালোবাসি তোকে । তাই চোখে ভেসে থাকে  তোর মুখ । ভাবি দিনরাত তোর কথা, দেখি তোর ছবি । তোকে ছুঁতে মন করে, পাশে থাকতে ইচ্ছে করে । মন চায় বুকের ভিতর টেনে, তোকে আদর করি খুব ... ভোরের ...

কারসাজি

শব্দ কথার কারসাজি জেতা হারায় নিমরাজি। রাজধর্ম বইয়ে থাক, লড়াই চলুক, প্রাণ যাক।

দহন

ছাদের উপর একলা আকাশ, মেঘের জমায়েত। স্তব্ধতার নিদ্রা ভেঙ্গে ঝড়ের সঙ্কেত। পাওয়া না-পাওয়ার ভারে মন উচাটন, প্রাণের টানে বৃষ্টি নামে, নেভে দাব দহন।

দু চোখ

দু চোখ বুঁজে ভাবি, তোমায় দেখতে পাই । মনের ঘরের চাবি, হারিয়ে খুঁজে বেড়াই ।

LIFE

Getting angry is easy. Being rude is easier. Humiliation is easiest. Smiling is hard. Forgiving is harder. Being Happy is the hardest. Always be Happy & Keep your smiling On. No matter how you are, Even if everything has gone. - Rajendra
Always be Happy & Keep your cute smiling On. No matter how you are, Even if everything has gone. - Rajendra

ছবি ঘর

ঘুমের ঘোরে স্বপ্ন দেখি কিংবা জেগে থাকি, মনের খাতার প্রতি পাতায় তোমার ছবি আঁকি।

Mark

Lamps glow deep inside, When heart feels Dark. None is complete Without Love & Care, Leaving distinguished mark.

Karma

I have seen a Karma Yogi deep inside you. You work (do your jobs & perform your duties as much possible as you can). You perform as situations demand. But you never plan. You never expect. Thats the true spirit of Karma as per Bhagwat Geeta. I met many people. Seen Relatives, Friends & Officials. Everyone carries plans, set targets to achieve their respective goals with expectations. But you are the first one in my life, who is so much reluctant about future plans & expectations. Thats why, to me, you are a True Karma Yogini. The Speeches of Lord Sri Krishna is running inside you. Doing karma with no expectations - is the essence of the Theory of Karma. I am grateful to the Almighty to have you in my life. You are the Gift of the God. Feeling myself extremely Lucky.

খিস্তি অনুবাদ

খিস্তি  TRANSLATION:- I will not go = আমি বাল যাব Dont talk = তুমি বাঁড়া বেশি চুদিও না তো Where r u = কোথায় গাঁঢ় মারাচ্ছিস বাল ? I dont care = আমার বাল ছেঁড়া গেছে In trouble = গাঁঢ় মারা গেছে In big trouble = ফুল চুদে গেছি মাইরি Stop complaining = বালের কীর্তন বন্ধ ক...

মহায়ণ

||| মহায়ণ ||| _________________________ পান্ডবদের নগর রাজ্য হস্তিনাপুরে রাক্ষসেরা সুখে সেথা বলাৎকার করে। তাহাদের অস্ত্রাগুরু দ্রোনাচার্য বুড়ো বালেতে মশলা মাখে কুকমীর গুঁড়ো। আকাশের প্রেক্ষা...

উদাসীন

মেঘের ফাঁকে মেঘ জমেছে, যেমন জমে ঋণ । কালো আকাশ, বইছে বাতাস, একলা উদাসীন ।