বাঁশি

হ্যামলিনের বাঁশি বাজে
কর্পোরেটের তালে,

হলুদ সবুজ পাখি নাচে
সোনাঝুরির ডালে ।

সুরের মাদকে মাতে
শ্রেণি সাধারণ,

পদপিষ্ট ভিড়ে কেন
মৃত্যু অকারণ ?

( পাটনার গান্ধী ময়দানে পদপিষ্ট হয়ে অনেকেই প্রাণ হারান, অনেকে আহত হন, এই লেখা তাঁদের জন্যে লিখলাম )

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি