শিশির

শিশির নেমেছিল নিঃশব্দে,
তারার আলোয়, রাতের আঁধারে ।

জলবিন্দু জমেছিল, কাঁটা ঝোপের
কোলে, পথের ধারে ।

জেগে থাকা, নিঃসঙ্গ একা,
খোলা জানলার ধারে,

স্মৃতির অতীতে, আলোর
মায়ায়, চোখের পলক ধারে ।

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি