পাওয়া

জানি,
ভালোবাসি তোকে ।
তাই চোখে ভেসে থাকে  তোর মুখ ।
ভাবি দিনরাত তোর কথা,
দেখি তোর ছবি ।
তোকে ছুঁতে মন করে,
পাশে থাকতে ইচ্ছে করে ।
মন চায় বুকের ভিতর টেনে,
তোকে আদর করি খুব ...
ভোরের আলোয় তোর মুখ দেখে
বিছানা ছেড়ে উঠি ।
রাতের নীরবতায় মনে পড়ে
তোর সাথে কাটানো সময় ।
বালিশ টাকে শক্ত করে
টেনে আনি কাছে ।
আবার কবে তোকে পাবো
বলবে সময় ।
তোকে হারাতে আমার
মনে বড়ো ভয় ।
জীবন যে একটাই ...
ভালোবাসা ছাড়া
আর কিছু নয় ।

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি