আরও একবার

আকাশের দিকে চাইলে
বড়ো ছোটো মনে হয় সবকিছু ।

হারিয়ে যেতে চায় মন,
উড়ে যাওয়া পাখির ডানায় ।

মেঘের ভিড়ে লুকোচুরি খেলার
বাসনা, জেগে ওঠে আবার ।

বেঁচে থাকার ইচ্ছেটা উঁকি দেয়
আরও একবার ।

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি