Posts

Showing posts from March 29, 2020

মানুষ কেন কষ্ট পায়

মানুষ কেন কষ্ট পায়? +++++++++++++ গাছ, কীটপতঙ্গসহ যে কোন প্রাণীরই প্রাণ রয়েছে, রয়েছে অনুভূতির প্রাণবন্ত বহিঃপ্রকাশ। একটা হিমসাগর জাতের আমের গাছ কিন্তু আদৌ জানে না, যে তার থেকে জাত ফলের প্রদত্ত নাম কি এবং কেমন তার স্বাদের আস্বাদন, আর কেমনই বা তার বাজারে চাহিদা।  কারণ আম গাছের কাজ আম উৎপাদন করে তার বংশবৃদ্ধিকরণের পথ সুগম করে তোলা আগামীর নিমিত্তে।  সেখানে মানুষ তার মতো করে গাছের ও তার জাতের নামকরণ করে, ফলের গুণমানের নিরিখে; নির্ধারণ করে সেই অনুসারী বাজারমূল্য।  এতে কিন্তু আম গাছের কিছুই এসে যায় না। সে তার দৈনন্দিন কর্ম করে চলে এবং তা সম্পাদন করে প্রকৃতির নির্ধারিত নিয়ম মেনেই বিনা প্রত্যাশায়, মানুষের দ্বারা নির্ধারিত বাজার মূল্যের কথা ভেবে/ মাথায় রেখে নয়। তাই তার কোনো ইচ্ছা/কামনা/বাসনা ও জাগরিত হয় না, কারণ সে কোনও মায়ার বন্ধনে, সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয় না, ফলে মানুষের তার থেকে যতই প্রত্যাশা থাকুক না কেন, সে তার সামর্থ্য অনুসারেই ফললাভের আশা ত্যাগ করেই নিষ্কাম কর্ম সম্পাদনে ব্রতী হয়। এখানে অবশ্য তার ইন্দ্রিয়পরায়ণতার ব্যাপারও নেই।  আর তাই, গাছের ক্ষেত্রে যেটা খুব সহজেই সম...