আটখানা

জীর্ণ পথের ক্লান্তি ধূলো,
তোমার দেহে মুখে ।

যতই লুকোও জলের ফোঁটা,
হরিণ কাজল চোখে ।

বাতাস আজকে দারুণ ভারী,
বইছেনা একটানা ।

ভেঙেছে চোরা হৃদয় প্রাচীর,
একাকী আটখানা ।

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি