অপেক্ষা

ঘাসের গোড়ায় পিঁপড়ে চলে ফেরে ।

ঢাকের কান্নায় গুমরে ওঠে মেঘেরা ।

স্তব্ধ বনে ঝিঁঝিরা ডাকে, অবিরাম

ধারাপাতে স্নাত হওয়ার অপেক্ষা ।

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি