দহন

ছাদের উপর একলা আকাশ,
মেঘের জমায়েত।

স্তব্ধতার নিদ্রা ভেঙ্গে
ঝড়ের সঙ্কেত।

পাওয়া না-পাওয়ার ভারে
মন উচাটন,

প্রাণের টানে বৃষ্টি নামে,
নেভে দাব দহন।

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি