চোখ

চোখ বন্ধ করলে,
আকাশ নেমে আসে
মাথার উপর ।

লাল নীল সবুজেরা,
খেলা করে
বন্ধ  চোখের তারায় ।

সাদা বক
দল বেঁধে ওড়ে,
নীরবতা ভেঙ্গে ।

বার বার
বাঁচতে চাওয়ার,
অফুরাণ তৃষ্ণায় ।

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি