অনাদায়ী ঋণ

চির স্হাপত্যের অপার্থিব প্রহরী
একাকী স্বাক্ষ্য বহন করছে
সহস্র বছরের ।

দিন রাতের মায়া জাদু কাঠি
তার অঙ্গ শোভায় লালিত ।

আমরা আসবো যাবো,
বাঁচবো মরব ।

কীর্তি সব হয়ে গেছে ক্ষীণ,
প্রকৃতির আশ্চর্যের কাছে
জমেছে মহাকালের
অনাদায়ী ঋণ ।

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি