শনির দোষ
রঙ্গ ভরা ব্যঙ্গ দেশের ব্যাঙ্গমা মহারাণী,
যখন খুশী ছেটান প্রসাদ মাটন বিরিয়ানী।
রাজ্য জুড়ে চরম বাওয়াল, সবার মনে ভয়,
একুশে আইন কার কপালে কখন বরাত হয়।
সান্ত্রী সেপাই লোক লস্কর সবাই এখন দাদা,
মুখেই দেখান হম্বিতম্বি রাণীর ভয়ে কাদা।
বিবাদ সারা রাজ্য জুড়ে, অরাজক দুর্নীতি,
এ ছোঁড়ে বোমা, ও মারে গুলি, রাজকর্মে ইতি।
দিন দুপুরে যখন খুশি আঁচল ধরে টান,
খুন ধর্ষণ চুরি জালিয়াতি যত খুশি চান।
কি চাইতে কি পেলাম, সবার আফশোষ,
কপাল ফাটা রাজ্য জুড়ে শনি ঠাকুরের দোষ।
Comments