মানুষ

মানুষ ভুলে যায় ।
যেটুকু শিশির পড়ে
ভোরের ঘাসের মাথায় ।

মানুষ ভুলে গেছে ।
প্রয়োজনের বেশী না
পেলেও বেঁচে আছে ।

মানুষ ভুলে যাবে ।
হত্যার মলিন দাগ
সময়ে মিলিয়ে যাবে ।

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি