অকারণ বাঁচা

মনের গহনে দ্বন্দ্ব ঘুরে ফেরে,
নাস্তিক আস্তিকতার গর্ভে ।

জন সমুদ্রে পথ হারানো নাবিক মন,
ওঠা নামা করে ।

প্রশ্ন আসে, উত্তর নয় ।

আবেগ টানে, যুক্তি নয় ।

চাওয়া পাওয়ার বোধে নির্বোধ মন ।

অকারণ বাঁচা আর কতক্ষণ ?

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি