ধাপ্পা

আত্ম সুখের মগ্নতায় ডুবে
বিশ্বকে শুধু উপেক্ষা ।

যেন প্রবল ঝড়ে, উটের মুখ
গোঁজা বালির গহ্বরে ।

জীবনের কানামাছি খেলায়,
অন্ধ গলিতে অপেক্ষা ।

বিপদ কখন ধাপ্পা দেবে
হিসেবের  দরবারে ।

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি