অশ্বারোহী

হ্রেষারব বাড়ছে,
অশ্বখুর ছুটছে ।

আরোহীর মুঠোবন্ধে
তরবারি আসীন ।

খুরের ঘায়ে
উড়ছে ধূলো,
দিগন্ত মলিন ।

প্রজা রোষ
রব তুলছে,
অশ্বারোহী চলছে ।

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি