নদীর জল

নদীর জল মিশছে সমুদ্রে,
সে আর ফিরবে না ।

শুধু ভাঁটার টানে,
নিয়ে যাবে সব টেনে ।

জোয়ারে ফিরতি স্রোতে,
বিরামহীন ঢেউ,
আছড়ে পড়বে পাড়ে ।

না ফেরার কথা
বলবে কানে কানে ।

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি