মারীচ

অধিকার সচেতন
আত্মসুখীর দল
নেমেছে রাজপথে ।

মুখোশের আড়ালে
বিদ্যুৎ খেলছে
চোখের তারায় ।

মায়াবী মারীচ
চরছে লোভের
বাতি জ্বেলে ।

কখন পতঙ্গ
ধরা দেবে
আগুন খাঁচায় ।

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি