মন পাখি

মন পাখিটা উড়তে চেয়ে
মেলে ছিলো ডানা,

রঙিন পালক লাগিয়ে ছিলো,
কেউ করেনি মানা ।

আকাশ জুড়ে মেঘের সারি,
বাতাস ভরা সুর,

ফুলের ঘ্রাণে উতল আবেগ,
মাতলো অচিন পুর ।

মনের পাখি হারিয়ে গেলো,
পাগল বাঁধন হারা,

বৃষ্টি এলো, উড়ল ধূলো,
বাজলো একতারা ।

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি