বিধি

বিধির বিধান দীর্ঘ থেকে
দীর্ঘতর হয়, যদি লক্ষ্য
হও বিধাতার ।

সবাই জানে; দিতে চরম
তিরস্কার, একমাত্র তারই
আছে অধিকার ।

জীবন এক পুরস্কার,
স্বাধীন ভাবনা চিন্তার,
নয় নিয়মের উপাসনার ।

লক্ষ্য যখন মোক্ষ লাভের,
নয় অবাধ ভালোবাসার,
আশীর্বাদ পাবে বিধাতার ।

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি