মনের গতি

Writers' Buildings থেকে office ফিরছি, সাথে Civil Service এর নিয়োগপত্র । আমার তখন অনেক আনন্দে থাকার কথা । দীর্ঘ প্রতীক্ষার পর স্বপ্ন পূরণের উল্লাসে ভেসে যাওয়ার কথা । অনেক মানুষকে ফোন করে জানানোর কথা । অথচ সেই সব কিছুই মাথায় আসছে না, কেন জানিনা, মনটা অদ্ভুত রকম ভারী হয়ে আছে । বুঝতে পারছি, আর দিন কয়েকের ভিতরে ছেড়ে যেতে হবে Beliaghata Sales Tax এর অফিস আর আমার পরিচিত কিছু মানুষকে । শুধুমাত্র রয়ে যাবে তাদের সাথে কাটানো মুহূর্তগুলো স্মৃতির মণিকোঠায় । অথচ জীবনের একটা ভাগ ব্যয় করেছি শুধুমাত্র Civil Servant হওয়ার জন্যে । আর আজ যখন নতুন সুযোগ আমার সামনে এসে উপস্থিত, তখন এ আমার কেমন ভাবনা ? কেন আমি আজ নতুন চাকরি পেয়েও ততখানি আনন্দিত নয় ? মন বড়ো অদ্ভুত । বিচিত্র এর গতি ।

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি