লাল স্বপ্ন
লাল মাটির লাল স্বপ্নে, পাথর বালির চড়া,
কাঁটার ঝোপে, বুনো ফুলে, কামনার ঘ্রাণ ভরা ।
আকাশ বাতাস বড়ই উদার, শালের সবুজ ঘর,
মোরাম ঢালা কাঁকর পথে, মনের আপন পর ।
স্বপ্নে ভাঙ্গা মাটির ঘরে, লাল পলাশীর মেয়ে,
জলের তৃষ্ণা হারিয়ে গেছে, পাতালের পথ বেয়ে ।
আকাশে বাদল, বাতাসে বারুদ, পাথরে কঠিন প্রাণ,
অভাব, মরণ, পেটের জ্বালায়, চোখের জলের গান ।
বুকে ধ্বক ধ্বক জ্বলছে চিতা, বিপ্লব তুমি কই?
দারুণ হবে, আমিও যদি আগুনপুত্র হই ।
Comments