মধু পান

লাল কাঁকরের পায়ে চলা মেঠো পথে,

আধবোঁজা বিকেলের ঘুমন্ত আলোয়,

উদাস মন ডানা মেলে উড়তে চায় ।

মনের গহনে দাগ কাটা মুহুর্তে,

অবুঝ মন তোমার কাছে যেতে চায় ।

জানি, অনেক দূরে আছো । তবুও

ছুঁতে চাই তোমার মন একটি বার ।

সম্ভব অসম্ভবের সীমানা ভেঙ্গে,

প্রজাপতি মন মধু চায় প্রতিবার ।

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি