রেডিয়েশন - রাজেন্দ্র ----------------- কথার পিঠে কখনো কখনো পুলি পিঠের মতো পর পর বসে পড়ে কথারা বড়ো অনিশ্চিত নিরাশ্রয় এই বসে থাকা ফুসফুসে চাপ খাওয়া ডোজে অ্যান্টিবায়োটিকের ঘোরে ভাব ভাবন...
সোহাগী চাঁদ ক্লান্ত দিনের শেষে অবচেতন বই খাতার ভাঁজে যখন চুপটি করে নীরবে নত হই একান্ত স্তব্ধতায় আর তোমার ছবি আঁকি অবগুন্ঠন তুলে মনে মনে গাঢ় ঘন নিবিড় প্রশান্ত গভীরে কাজ...