জীবন এখন

জীবন এখন
সম্পৃক্ত এক ঘূর্ণি ।

ভালোবাসার অতল টানে
তলিয়ে যাওয়াতেই
মনের রমণ ।

যখন আনন্দের প্রজাপতি
ভেসে যায় দূরে,
ফুরিয়ে যায় শোধ বোধ,
মন তখনো হতাশায় নির্বোধ ।

হিসেবের চোরাবালিতে
পূর্ণিমার চাঁদের কলঙ্ক
মনের দেওয়ালে
দাগ দিয়ে যায়,

আর মিলিয়ে যায়
ভোরের কুয়াশা
মাখা ঘাসে- শিশিরে ।

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি