চাকা

সূর্যস্নাত এখনও হয়নি দিন,
মানুষ এখন পিপীলিকা সম,
কোটরে অন্তরীন ।

ভারবাহী গাধা বইতে পারেনি ভার,
মরা দেহখানা পড়ে আছে খালে,
সৎকার নয় আর ।

শকুনের পাল ছিঁড়ছে মাংস দলে,
মরা দেহ ছাড়া আর কী পাবে,
আপন বুদ্ধি বলে ।

জীবনের দাম শুধুই বেঁচে থাকা,
জীবনে মরণে ঘুরেই চলেছে
মহাকালের চাকা ।

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি