Posts

Showing posts from September 28, 2014

জেগে ভাবা

জেগে ভাবা, ঘুমিয়ে স্বপ্ন । বাস্তব পরাবাস্তবে, জীবনটা মগ্ন ।

বিধি

বিধির বিধান দীর্ঘ থেকে দীর্ঘতর হয়, যদি লক্ষ্য হও বিধাতার । সবাই জানে; দিতে চরম তিরস্কার, একমাত্র তারই আছে অধিকার । জীবন এক পুরস্কার, স্বাধীন ভাবনা চিন্তার, নয় নিয়মের উপাসন...

ভরসা

জল দর্পণে স্বয়ম্ভু খুঁজি, নাড়া পড়লেই ঝাপসা । স্হিরতায় যত বাধার প্রাচীর, খোদাই কি তবে ভরসা ?

কালো

কালো কালির, কালো দেহে, কালো সুখে, কাম চায় । কালো মেয়ের, কালো চুলে, কালো ঘ্রাণে, রাত যায় ।

পর

চাঁদের নরম আলো, গোল পাতার ঘর । মাটির হিমেল ঘামে, এখন তুমিও পর ।

শব্দ শুনি

শব্দ শুনি পদাতিক অশ্বারোহীর প্রহর গুনি, আমি শুধু নিজের ভাঙ্গার শব্দ শুনি ।

সবুজ পাতা

সবুজ পাতা সবুজ পাতা বেয়ে, আলো নামে ধেয়ে । নরম মাটি শান্ত, শিকড় সব জানত । হঠাৎ আসা ঝড়ে, শিশির খসে পড়ে ।

অশ্বারোহী

হ্রেষারব বাড়ছে, অশ্বখুর ছুটছে । আরোহীর মুঠোবন্ধে তরবারি আসীন । খুরের ঘায়ে উড়ছে ধূলো, দিগন্ত মলিন । প্রজা রোষ রব তুলছে, অশ্বারোহী চলছে ।

যদি বলি

যদি বলি, আমার অনুপ্রেরণা তুমি ও তোমরা সবাই .. যারা সবাই আমার চারপাশে চলে ফেরে অবিরাম । সুখ দুঃখ ভালো মন্দ, সব কিছু মিলে মিশে একাকার হয়ে যায় প্রতিনিয়ত তোমাদের দরবারে । প্রেম ...

বাঁশি

হ্যামলিনের বাঁশি বাজে কর্পোরেটের তালে, হলুদ সবুজ পাখি নাচে সোনাঝুরির ডালে । সুরের মাদকে মাতে শ্রেণি সাধারণ, পদপিষ্ট ভিড়ে কেন মৃত্যু অকারণ ? ( পাটনার গান্ধী ময়দানে পদপিষ...

উৎসব

প্ল্যাটফর্মের নিয়ন আলোয়, খালি পেটে হুইস্কি গোলায় । সিগারেটের ঘোলাটে ধোঁয়ায়, উৎসব রেশ হাওয়ায় মেলায় ।

জীবন

বিরহ প্রেম আসে বার বার, এ জীবন তোমার আমার । এ জীবন মিলে মিশে বাঁচার, এ জীবন শুধু ভালোবাসার ।

অধিকার

এ জীবন যার স্বাধীন চিন্তার, জীবন কি তারই বাঁচার অধিকার ?

Love

Love is Ageless. Love is Timeless. Do you know, you have come form where? Is it the Earth, Fire or Air? Neither of you is me, Nor I am you.. No matter what goes on, I may even die for you. @ Rajendra

স্বাধীনতা

তিরঙ্গার জাদু ক্রমশ হচ্ছে ফিকে, বাজার আজকে ছেয়েছে চতুর্দিকে । স্বাধীনতা আজ বিঞ্জাপনের ছল, প্রেমহীন বুকে দেশটাই সম্বল ।

একদিন

একদিন নতজানু হবো স্তব্ধতার সামনে । জীবন গতির শেষ সীমানায় দাঁড়াব । মুখোমুখি বসবো ভাগ্য বিধাতার । সুদ আসলের হিসাব মিলাবো একবার ।

নদীর জল

নদীর জল মিশছে সমুদ্রে, সে আর ফিরবে না । শুধু ভাঁটার টানে, নিয়ে যাবে সব টেনে । জোয়ারে ফিরতি স্রোতে, বিরামহীন ঢেউ, আছড়ে পড়বে পাড়ে । না ফেরার কথা বলবে কানে কানে ।

দেড় কুড়ি

সমাজের পচন দেখে শরীরে আগুন জ্বলে । লজ্জা ঘৃণায় পুড়ি । জীবন এখন ক্ষয়েছে দেড় কুড়ি ।

একা

দুঃখ আজ একা । আনন্দ আজ একা । বিষাদ আজ একা । দেহ আজ দাহ্য, ক্ষীয়মান এক বোকা ।

মানুষ

মানুষ ভুলে যায় । যেটুকু শিশির পড়ে ভোরের ঘাসের মাথায় । মানুষ ভুলে গেছে । প্রয়োজনের বেশী না পেলেও বেঁচে আছে । মানুষ ভুলে যাবে । হত্যার মলিন দাগ সময়ে মিলিয়ে যাবে ।

মারীচ

অধিকার সচেতন আত্মসুখীর দল নেমেছে রাজপথে । মুখোশের আড়ালে বিদ্যুৎ খেলছে চোখের তারায় । মায়াবী মারীচ চরছে লোভের বাতি জ্বেলে । কখন পতঙ্গ ধরা দেবে আগুন খাঁচায় ।

আকাশ ভাঙা

আকাশ ভেঙে বৃষ্টি নামল, ভিজলাম একটানা । চোখের জলের দাগ মেলানোর টানে, কোথাও হাল্কা জ্বালা করছিল, অচেনা মন জানে ।

রাজপথ

উপর দিয়ে কত পা হেঁটে যায়, কত চাকা গড়িয়ে যায়, কত জল বয়ে যায় । একলা আমি শুয়ে থাকি, জাগা থাকি রাজপথে, রাজার পায়ের অনন্ত অপেক্ষায় ।

লাল স্বপ্ন

লাল মাটির লাল স্বপ্নে, পাথর বালির চড়া, কাঁটার ঝোপে, বুনো ফুলে, কামনার ঘ্রাণ ভরা । আকাশ বাতাস বড়ই উদার, শালের সবুজ ঘর, মোরাম ঢালা কাঁকর পথে, মনের আপন পর । স্বপ্নে ভাঙ্গা মাটির ঘ...

ফুলকি

পাথরে ঘষা ফুলকি কণা, বাতাসে বাতাসে ওড়ে । কুড়ানোর টানে পথ ছুটে চলা, নেশার আদিম ঘোরে ।

স্বপ্ন যখন

স্বপ্ন যখন হারিয়ে যায় মহা মৌনের পথে, স্বেদ সৌধ নির্মিত হয় মহাকালের রথে ।

পাখার পালক

পাখার পালকে ঢেকেছে আকাশ, ঢেকেছে ধানের শিস । রোদেলা আগুন জ্বালিয়ে দিয়েছে, দেহ কামনার বিষ ।

ভাবনা

ভাবনা কখনো মরতে চায়না, শুধু চায় উড়তে । দিগন্তে লীন রামধনু রাঙা সাতটি পাখায় ঘুরতে ।

তারা

একটা তারা পড়লো খসে তোমার চোখের তারায় । ভেজা গাল শুকিয়ে গেল অবাক জল ধারায় ।

চোখ

চোখ বন্ধ করলে, আকাশ নেমে আসে মাথার উপর । লাল নীল সবুজেরা, খেলা করে বন্ধ  চোখের তারায় । সাদা বক দল বেঁধে ওড়ে, নীরবতা ভেঙ্গে । বার বার বাঁচতে চাওয়ার, অফুরাণ তৃষ্ণায় ।

মনের গতি

Writers' Buildings থেকে office ফিরছি, সাথে Civil Service এর নিয়োগপত্র । আমার তখন অনেক আনন্দে থাকার কথা । দীর্ঘ প্রতীক্ষার পর স্বপ্ন পূরণের উল্লাসে ভেসে যাওয়ার কথা । অনেক মানুষকে ফোন করে জানানোর কথা । অথচ ...

অনেক দিনের পর

অনেক দিনের পর, আবার যদি কখনও হয় দেখা, অবাক হয়ে যেওনা । জানবে, অবাক পৃথিবীর গোলাকার বিস্ময়, তোমার পথ চেয়ে ছিলো ।

অনাদায়ী ঋণ

চির স্হাপত্যের অপার্থিব প্রহরী একাকী স্বাক্ষ্য বহন করছে সহস্র বছরের । দিন রাতের মায়া জাদু কাঠি তার অঙ্গ শোভায় লালিত । আমরা আসবো যাবো, বাঁচবো মরব । কীর্তি সব হয়ে গেছে ক্ষ...

Jaa Didi ANONYMOUS

যা দিদি সর্বলুটেষু সারদারূপেণ সংস্থিতা, ঘৃণাস্তসৈ ঘৃণাস্তসৈ ঘৃণাস্তসৈ ঘৃণাঃ ঘৃণাঃ। যা দিদি ছাত্রাঃ হত্যাষু পুলিশরূপেণ সংস্থিতা, ঘৃণাস্তসৈ ঘৃণাস্তসৈ ঘৃণাস্তসৈ ঘৃ...

ভোট গোনা

যে যেখানে আছি, সে সেখানেই থাকি, প্রতিবাদ আজ মনে । যে যাই বলুক, যে যাই করুক, প্রতিবাদী ভোট গোনে ।

Salinity

Salinity of Soul Touches deep inside. Spring comes, passes out. Consciousness subsidies slowly, As the lonely moonlit night Fades away...

পিছলে গেল

ইথার তরঙ্গে ভেসে আসা আলো, সবুজ পাতায় ঘাসে পিছলে গেলো ।

ভালোলাগে তোমাকে

তোমায় দেখি, কখনো সোজা .. কখনো আড়াল থেকে । কেন এমন করি? জানি না, বুঝি না, ভাবিও না । শুধু এটুকু বুঝি, ভালোলাগে তোমাকে ।

রাজনৈতিক স্বৈরতন্ত্র

রাজনীতির স্বৈরতন্ত্র, প্রতিবাদের গণতন্ত্র । শোষণবাদের দলতন্ত্র, বাঁচা মরার মূলমন্ত্র ।

ছলাৎ ছল

ছলাৎ ছল, ছলাৎ ছল .. অনেক হলো, এবার চল । জলের ঢেউ ওঠে নামে, বাজার আগুন দর দামে । তবুও মন ছলাৎ ছল .. অনেক হলো, এবার চল ।

ধোঁয়ায় ওড়াই

গুড়ি গুড়ি পায়ে, ধীরে ধীরে যাই। মনের ভাবনা যত, ধোঁয়ায় ওড়াই।

মেনে চলা

সম্পৃক্ত জীবনে যদি আসে ভালো লাগা, তবে কি তাকে ফেলে দেওয়া যায় ? যতই জীবন চলে নিয়মের শৃঙ্খলে, তবে কি তাকে মেনে নেওয়া যায় ?

A.R.T.I. - SALBONI

A.R.T.I. শালবনীর বিচিত্র গড়ন, DIRECTOR এর পেট কামড়ায়, আমাশার লক্ষণ । সকাল হলেই সব প্লটে প্লটে ছোটে, DIRECTOR এর চামচের মুখে খই ফোটে । টিফিনের পাঁউরুটি দাঁতে ছেঁড়া দায়, CANTEEN এর খানা গিলে পেটে হায় হায় । ...

যদি আমি

যদি আমি হতে পারতাম তোমার প্রেমিক, আকাশ থেকে টেনে আনতাম চাঁদের কান্নিক ।

জীবন এখন

জীবন এখন সম্পৃক্ত এক ঘূর্ণি । ভালোবাসার অতল টানে তলিয়ে যাওয়াতেই মনের রমণ । যখন আনন্দের প্রজাপতি ভেসে যায় দূরে, ফুরিয়ে যায় শোধ বোধ, মন তখনো হতাশায় নির্বোধ । হিসেবের চোরাব...

মানে না

জলের তলে শুক্তি খুঁজে মুক্তি আসে না, ভালো লাগার অতল তলে যুক্তি মানে না ।

দায়

রাজধর্ম বড়ো বালাই ভোট ভিক্ষা চায়, নির্বাচন প্রহসনে জেতা হারা দায় ।

স্বত্ব

স্বত্ব হীনতার শর্তে জীবন এখন আমসত্ব ।