রাজপথ

উপর দিয়ে কত পা হেঁটে যায়,

কত চাকা গড়িয়ে যায়,

কত জল বয়ে যায় ।

একলা আমি শুয়ে থাকি,

জাগা থাকি রাজপথে,

রাজার পায়ের অনন্ত অপেক্ষায় ।

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি