Posts

Showing posts from March 16, 2014

ঝুলছে

ঝুলছে দড়িটা, ঝুলছে। মনের শিকল খুলছে। দেহের বাঁধন, প্রাণের যাতন, জটিল রঙ গুলছে। ঝুলছে, দড়িটা ঝুলছে।

কাল প্রহরী

শব্দ শুনি কাল-প্রহরীর, অশ্ব-খুর-ধ্বনি। জোনাকিরা জ্বেলেছে প্রদীপ, খসে পড়া তারা গুনি।

জীবন যেমন

দাঁড়িয়ে সবাই গাড়ির আশায়, ছুটবে মানুষ কাজের বাসায়। গাড়ি এল, কামরা খালি। কিল ঘুঁষি, লাথি গালি। নেই খাবার, এল ত্রাণ। ভুখা পায়ে, পিষল প্রাণ। কাপড় খাবার পাক, না-পাক, জীবন যেমন, তে...

উপরে নীচে

উপরে উঠলে, একলা শোক। নীচে নামলে, দলের লোক।

ওঠে নামে

হাত ওঠে, হাত নামে। গাড়ি ছোটে, গাড়ি থামে।

হাঁটি

দুই পা হাঁটি, দুই পা খুঁটি। পেটের টানে, দুনিয়া লুটি।

ঢেউ

একটা মানুষ, একটা ঢেউ। সমুদ্রে আজ ঘুমায়নি কেউ।
মন দাঁড়িয়ে তোমার দরজায়। ঢুকতে চায় মনের ঘরে। জীবন অনেক ছোটো, ভালোবাসা আরও কম। একমুঠো ভালোবাসার লোভে আমার আসা। মন থমকে আছে তোমার দরজায়।
তুমি হৃদয়ে আপাতঃ দূরে মনের গভীরে, প্রশ্রয় মাখা রঙিন তারে বাউল সুরে। নিদ্রাহীনতায় প্রাণ মনের সহযোগিতা। জ্বলা প্রদীপে দ্বিধা দ্বন্দ্বহীন বন্ধু সবিতা।