ঝালে ঝোলে অম্বলে / রাজেন্দ্র প্রসাদ
ঝালে ঝোলে অম্বলে / রাজেন্দ্র প্রসাদ আগামী কাল Eden Gardens এ ভারত-পাক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। আজ অফিস থেকে দুটো টিকিট আচম্কা পেয়ে গেলাম। মনটা উত্তেজনায় টান টান হয়ে রয়েছে। খেলার আগাম ভবিষ্যত নিয়েও অনেক স্থানেই বিস্তর আলাপ-আলোচনা ও বাক্-বিতন্ডা চলছে। আমিও অফিস থেকে ট্রেনে ফিরতে ফিরতে স্থানে স্থানে আলোচনায় জড়ালাম। বাড়ি ফিরে শুতে শুতে বেশ রাতই হল। সকালে উঠেই তাড়াহুড়ো লেগে গেল। ম্যাচ ন ’ টায় শুরু হওয়ার কথা। এমনিতে কলকাতার পথে গাড়ী চালানো একপ্রকার যুদ্ধেরই মত ব্যাপার , তার উপর জানুয়ারী মাসের কুয়াশা ভরা সকাল। যাই হোক্, শেষ অবধি গন্তব্যস্থলে পৌছে গেলাম। আমার বসার জায়গাটা একদম সামনের দিকে ছিল। যথাস্থানে বসে পড়লাম। সাথে অনেক রকম মুখোরোচকও ছিলো। সেগুলো সময় মত ঠিক্ঠাক্ বেরিয়ে আসবে। ভালোই হয়েছে, মন-প্রান-চোখ-মুখ সবাই একে অপরের সাথে পাল্লা দিয়ে দৌড়াবে। চারপাশে জনঅরণ্য। সবাই বেশ হাসিখুশী মুখে একে অপরকে দেখছে। ইতিমধ্যে ম্যাচ শুরু হয়ে গেছে। আমাদের ক্যাপ্টেন এবং তার দল টস্ জিতে ব্যাট করতে নেমে পরেছে। শুরুতেই পটাপট্ দুটো উইকেট পড়ে গেল। আমার তো মনটা ভীষণ রক...