যদি বলি
যদি বলি,
আমার অনুপ্রেরণা
তুমি ও তোমরা সবাই ..
যারা সবাই আমার চারপাশে
চলে ফেরে অবিরাম ।
সুখ দুঃখ ভালো মন্দ,
সব কিছু মিলে মিশে
একাকার হয়ে যায়
প্রতিনিয়ত তোমাদের দরবারে ।
প্রেম বিরহ ভালো কিংবা মন্দ
লাগা, ক্ষণিকের বোঝাপড়া
ফিরে আসে বার বার
আমার কবিতা হয়ে ।
Comments