A.R.T.I. - SALBONI
A.R.T.I. শালবনীর বিচিত্র গড়ন,
DIRECTOR এর পেট কামড়ায়, আমাশার লক্ষণ ।
সকাল হলেই সব প্লটে প্লটে ছোটে,
DIRECTOR এর চামচের মুখে খই ফোটে ।
টিফিনের পাঁউরুটি দাঁতে ছেঁড়া দায়,
CANTEEN এর খানা গিলে পেটে হায় হায় ।
মোরব্বার লাইনে গোদা, বিছের কামড়,
রোদে ফাটা, চোরকাঁটা, সাপের ফাঁপর।
সারাদিন রোদে জ্বলে AC ঘরে ঘুম,
বিকেলের খিদে পেটে, শব্দ-কল্প-দ্রুম ।
OFFSET এর ANGLE এ সব কুপোকাৎ,
রাতের মায়ায়, মালের ঘোরে, সব চিৎপাৎ ।
Comments