Posts

Showing posts from October 5, 2014

মন পাখি

মন পাখিটা উড়তে চেয়ে মেলে ছিলো ডানা, রঙিন পালক লাগিয়ে ছিলো, কেউ করেনি মানা । আকাশ জুড়ে মেঘের সারি, বাতাস ভরা সুর, ফুলের ঘ্রাণে উতল আবেগ, মাতলো অচিন পুর । মনের পাখি হারিয়ে গেলো, ...

মন ঘুড়ি

যাকে না যায় ধরা, সেই আগুনে ধাই । সুখের পরশ, প্রেমের ঘোরে, মন পাখি ওড়াই । রূপ মোহের আগল খুলে মান ভাঙ্গাতে চাই । অবুঝ মনে আসি ফিরে, মন ঘুড়ি লাটাই ।

শিশির

শিশির নেমেছিল নিঃশব্দে, তারার আলোয়, রাতের আঁধারে । জলবিন্দু জমেছিল, কাঁটা ঝোপের কোলে, পথের ধারে । জেগে থাকা, নিঃসঙ্গ একা, খোলা জানলার ধারে, স্মৃতির অতীতে, আলোর মায়ায়, চোখের ...