অষ্টম গর্ভ (raw)
অষ্টম গর্ভ @ #রাজেন্দ্র
------------------
(স্থান - শ্রীক্ষেত্র, সময় - সন্ধ্যা)
হে প্রভু...
হে স্বামী আমার
জগতের একমাত্র নাথ...
আজন্ম তোমার সেবায়
নিয়োজিত দেবদাসী জীবনটা
ব্যর্থ মনে হয়
জানিনা তোমার দেহরক্ষক
আর পান্ডা পূজারীরা
কি মনে করেন আমাদের মতো নারীকে
আমরাই তো প্রকৃত ঈশ্বর পূজারী ...
দেহ মন জীবন যৌবন সঁপেছি মন্দিরে
মা বাপের অন্ধ ভক্তি ইচ্ছাকে
কেমন করেই বা অসম্মান করতে পারি
আমরাও বা কম যাই কিসে
ভয়ে ভক্তিতে শ্রদ্ধায় ভালোবাসায়
আমাদের ননীতুল্য নধর পূর্ণকলা পুরুষ্টু দেহটা
তো তোমারই দেওয়া অসামান্য দান
চাঁদের কমা বাড়ার মতো প্রকৃতির নিয়মে
তারাও তো তোমার মতো সেবা সুখ চায়
উষ্ণ যোনিরসে স্নাত ক্লিটোরিস যখন কাবু হতে চায়
পান্ডার তপ্ত জিভের আকন্ঠ আলিঙ্গনে
আর পিচ্ছিল যোনিপথের দেওয়ালে যখন
পুজারীর শিশ্ন দন্ড খেলা করে
নাভিতলের জঠরে একান্ত সন্ধিক্ষণে
ফুলে ওঠা ল্যাবিয়া মেজরা আর গর্ভাশয়ের
আকন্ঠ বীর্য পানে তৃপ্ত হয় তপ্ত নারী দেহ
আর তারপর আমাদের ছুঁড়ে ফেলে দেওয়া হয়
কেটে ফেলা হয় গর্ভে আসা নারীত্বের প্রমাণ
আস্তাকুঁড়ে ফেলে দেওয়া হয় ছুঁড়ে কামনার
একমাত্র ধন আমার গর্ভের সন্তান
কেন প্রভু এমন নিষ্ঠুরতা
কি ওদের দোষ বলতে পারো
ওরা তো অষ্টবসুদের কেউ নয়
কেন ওরা ভেসে যাবে জন্মলগ্নেই
পাতালঘরের নরক নোংরা জলে
কেন ওরা উঠবেনা বেঁচে
কেন ওরা ডাকবেনা কখনো আর 'মা' বলে
আমরা তো বন্ধ্যা রুক্ষ উষর নই কেউ
তবু কেন মরতে হবে আমাদের চোখের জলে
কেন এই পাপের বিরুদ্ধে উঠবেনা আন্দোলনের ঢেউ
এরা তো কংসের চেয়েও খারাপ
রাবণের চেয়েও বড়ো ব্যভিচারী
আমরা একলা নিরুপায় অসহায়
কেমন করে অসম লড়াই লড়তে পারি
হে প্রভু ... হে স্বামী আমার জগতের নাথ ...
শুনতে কি পাওনা প্রভু আমাদের আর্তনাদ
শুধু কি দেখে যাও অত্যাচার নীরবে সৃষ্টির সময় থেকে
আবার কবে নেমে আসবে তুমি এই মাটিতে
আর কবে করবে তুমি আমাদের উদ্ধার
বসে আছি আমরা তোমারি অপেক্ষায়
এসো প্রভু ...
তুমি নেমে এসো আবার
আমাদেরই অষ্টম গর্ভে
সাথে এনো তোমার মোহন বাঁশিটি
যেমনটি এনেছিলে তুমি গোকুলে
আর সাথে এনো তোমার রাধাকেও
তাল তমাল তরু মোহন কুঞ্জ ফুলে
- রাজেন্দ্র ভট্টাচার্য্য
Comments