স্বাধীনতা হয়তো হ্যালুসিনেশন
হ্যালুসিনেশন্ @ ( রাজেন্দ্র )
---------------------
এক ।।
লুটিয়ে পড়া চাঁদের আলোয়
ঢেউ ভাঙা ভেজা বালির নীচে
ঘুমিয়ে ছিলো বহুধা বিভাজিত
আধা অসংযমী মনের স্বাধীনতা
একটানা দীর্ঘশ্বাসে বেপরোয়া
পরকীয়া মহুয়ার রসে উত্তাল
জারিত সুখে ভেসে উঠলেন
মাইকেল অ্যাঞ্জেলো
আর মুখ বুঁজে নীরবে
উই কাদা মাখা প্রস্তর দেহ
কাটতে লাগলেন যখন তখন
দুই ।।
মাছের আঁশেরাও
কানে কানে কথা বলে
তেতে ওঠে রোদ্দুরে
হিলহিলে সাপেরা
দরাদরি করে এক জাত
অন্য জাতের দাম
কুয়াশায় ঘাসে
আড়মোড়া ভাঙে নদী
পায়ে পায়ে ঝগড়াতে
এ দেশের মানুষ
মানুষ খানকীর সমান
তিন ।।
গন্ধেরা আনাচে কানাচে বসে
অপেক্ষায় আবহমান
এক টুকরো মাছ বেশী পেলে
গলির নেড়ি মাদীর লেজ
নড়তেই থাকে
বোঁটকা গন্ধে উড়ে যায় চিল
শকুন খাওয়া প্রাণ
গত রাতে এক টুকরো মাছ
বেশী খাওয়া আর না খাওয়া নিয়ে
কুকুর বিড়ালের লড়াই জমেছিলো বেশ
৫০ টাকার পিস্ খাওয়া ভালো
নাকি
অ্যান্টিবায়োটিক চুষে খাওয়াটাই
সবচেয়ে খাসা বদ অভ্যেস
এ নিয়ে আর কথা বলতে চাইনা
তবে ঘেন্না ধরে গেছে
ছাই পোড়া এই ঝাঁটের সংসারে
বুড়ো শকুনের মত
মড়া খুঁটে খাওয়ার তাগিদে
কেন জানিনা বেঁচে আছি
এই পোড়ামাটির দেশে
যেমন করে বেঁচে আছে ছিনে জোঁকেরা
গরম রক্ত চুষে নেওয়ার অপেক্ষায়
- ১৪ ই আগস্ট, ২০১৭
Comments