একাকিত্বের অবসর
একাকিত্বের অবসর
গোনে শেষ নিঃশ্বাসের রাত
মহাবিশ্বের নিরবিচ্ছিন্ন স্তব্ধতা ভেঙে
গড়াবেনা বিন্দুমাত্র জল
কোনো গাল বেয়ে
তবুও অবুঝ ক্ষ্যাপা
ছুটে ফেরে গোলাপের ক্ষেতে
হাজার ফোঁটা রক্ত ঝরেও
ক্লান্তি নেই মনে
ভালোবাসায় যে নেই কোনো পাপ
এটাই তার একমাত্র বিশ্বাস
- রাজেন্দ্র / ২ আগষ্ট, ২০১৫
Comments