মনের থেকেও শুদ্ধ
মন্ত্র থেকেও মূর্ত মনের ভাব
মনের থেকেও শুদ্ধ আমার প্রেম
আমি জানু পেতে নৈঋতে বসে
অবহেলা আর তাচ্ছিল্য মেখে
মাথা নত করি নৈঃশব্দের কোলে
তৃপ্তি আর অতৃপ্তি মিলেমিশে
আমার জন্মদাগে রেখে যায়
গোধূলির উষ্ণ দীর্ঘশ্বাস
বিবাগী মুহূর্তরা হারিয়ে যায়
ছায়াপথের আলোকবর্ষ ভুলে
এখন ট্যাবে গুগল সার্চ খুলে
বসে আছি কালপুরুষের পায়ের কাছে
নীরবে একান্তে
উত্তর ফাল্গুনী জেগে আছে
কান পেতে অধীর অপেক্ষায়
আমি পারবো কিনা
হাজার বছর পরে
ওর বুকে মিশে যেতে __
জানতে
@ রাজেন্দ্র
Comments