মহাকাশের দিকে চেয়ে
মহাকাশের দিকে চেয়ে গুনতে থাকি রাতের তারা
কখনো এক দুই তিন করে শূন্যে গিয়ে হারিয়ে যাই তো কখনো উল্টো গুনে আবার শূন্যে ফিরে আসি
বলতে পারিনা "আজাদী ঝুটা হ্যায়" গলা ছেড়ে বলতে চেয়েও
ভালো আর মন্দ লাগারা পাশাপাশিই আছে
ওরা আগেও ছিলো আর থাকবেও
@ রাজেন্দ্র / ১৬ই আগস্ট, ২০১৭
Comments