জলে ডুবে গেলে

জলে ডুবে গেলে @ রাজেন্দ্র @
---------------------
খাঁচায় জল ঢুকলে পা ছুঁড়ে চ্যাঁ চ্যাঁ করে ডানা ঝাপটায় আর বারবার শেখা বুলি আওড়ায় পোষা টিয়াপাখি

খাঁচায় আমরাও তো সকলে খাই দাই ঘুমাই হাগুমুতু মৈথুন বাচ্চা পয়দা আর ঝগড়া ঝাঁটি করি শেখানো পড়ানো বুলি মুখস্থ করে

জল ঢুকলে ডাঙায় তোলা মাছের মতো হাঁফ ধরে আর নিজেকে বাঁচাতে অপরকে ঠেলি জলে বুকে পাথর চেপে

শেখানো বুলি উগরে জ্ঞান জাহির করতে থাকা টিয়ার সাথে আমার তফাৎ নেই একটুও আর খাঁচায় থাকা মনের ডানাও ভারী হয়ে গেছে এতটাই যে ইচ্ছেমত উড়তে গেলেই পড়ে যাব

নিজের বাঁচার ইচ্ছে টুকু গাঢ় থেকে গাঢ়তর হয় মড়া পোড়ানো অমাবস্যার রাতে শ্মশানের চিতার আগুনের আলো আঁধারি উত্তাপে

ভাঙা খোলা খাঁচা পেয়েও টিয়াটা আর ভারী ডানা মেলে উড়তে পারেনি আগের মতো ঠিক যেমনটা ওকে উড়তে শিখিয়েছিলো ওর মা

তবুও জলে পড়ে ও ভেসে থাকে আর উড়তে চেষ্টা করে ভেজা ডানা মেলে কোনও এক অজানা জাদু শক্তির ভরে

আমরাও তো এখন আর প্রকৃতির কোলে লালিত জারোয়ার ছানা নই যে সুনামি এলে আগেভাগেই পাহাড়ের মাথায় চড়ে বাঁচবো

কারণ আমরা সবজান্তারা বুঝে বা না বুঝেও এটাই জানি __

প্রযুক্তিই আমাদের প্রাণ আর রোবটেরাই আমাদের ভবিষ্যৎ

১৬ই আগস্ট, ২০১৭

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি