আবিষ্কার

আবিষ্কার মনের হলে
সারা জীবন লেগে যায়

অধিকার শরীরের হলে
মুহূর্তেই মোহ কেটে যায়

তবে পুরুষ কি চায় ?

যতদূর জানি শরীরটাই
পুরুষের আকর্ষণ যা
নাভির নীচেই শুরু হয়

আর নারীর মনের হদিস তো
শুনেছি বিধাতার বাপেরাও পাননি
কখনো

তবে তার সৃষ্ট পুং জীবটা
কেমন করে পাবে ?

সুতরাং প্রেম
ভালোবাসা শুধুমাত্র
একটা ছলনাময় মোহ

যার শুরু অবশ্যই আছে
আর নির্মম শেষও

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি