নিবিড় হও মন
সূর্যাস্তের শেষ আলো ছিটকে এসে
নেমেছিলো ঘাসে পড়ে থাকা কদম
আর লাইনের গায়ে এলিয়ে থাকা
আধশোয়া শিউলির কাছে
নিবিড় হও মন
আরও একান্তে ঘনিষ্ঠে এসো
আরও ঘনিয়ে এসো কাছে
রেখে দাও ঠোঁটে
ভেজা ঠোঁট দুটো
পারো যতক্ষণ
যেমন করে
জড়িয়ে ধরে সাপেরা
মাটির গন্ধে উষ্ণতায় বাঁচে
@ রাজেন্দ্র
Comments