একটা দিনের জেগে ওঠা এক এক রকম

[ একটা জিজ্ঞাসা রাখলাম । এটা কিন্তু মোটেই কবিতা ভেবে ভুল করে বসবেন না কেউ 😊☺😊☺😊☺ ]

আমার এক একটা দিনের
জেগে ওঠা এক এক রকম

পর পর দুটো দিন
একরকম হয়নি কখনো

অমিলগুলোর কিছু
চোখে দেখা যায়
বাকি অধিকাংশই যায় না

আজকাল তো ঘুম ভাঙলেও
আড়মোড়া ভাঙতে
মন কেমন করে

আরো শুয়ে থাকতে
গড়াগড়ি খেতে মন করে

এই মনে করাটাই হয়ত কুঁড়েমি

হতভাগা অলস জীবের
ফেসবুকের ইনবক্সেও
কেউ কেউ ভুলবশতঃ
প্রেম নিবেদন করে

আচ্ছা
এই প্রেম ব্যাপারটা ঠিক কি

কেউ কি ব্যাপারটা গুছিয়ে
বলতে পারেন আমায়

একটু সহজ ভাষায়

@ রাজেন্দ্র ভট্টাচার্য্য

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি