নগ্নতা নিয়ে কথোপকথন

[19/03 11:51 am] নিশীথ: অশ্লীল শব্দ কি ?
শব্দের শালীনতাই বা কি ?
[19/03 11:53 am] ‪+91 97489 72889‬: আজ আমার পরিবেশে আমি বলছি শ্রদ্ধেয় ভদ্রমহোদয় ও ভদ্রমহোদয়াগন বা লেডিস অ্যান্ড জেন্টলম্যান।বহু জায়গা আছে যেখানে সম্বোধিত হয় মাগী।
[19/03 11:54 am] ‪+91 97489 72889‬: ভাষা এমনই একটা রূপ - আমার মনে হয় নোংরা বলে কিছু নেই।
[19/03 11:55 am] ‪+91 83729 68172‬: পাশ্চাত্যে অপভাষা বা স্ল্যাং ল্যাংগুয়েজ নিয়ে কাজও হচ্ছে বলে শুনেছি
[19/03 11:56 am] ‪+91 97489 72889‬: আজকের দিনে কবিতার কোনো ক্লাসিকাল বিভাজন নেই।কোনোকালে কি কবিতার ডেফিনিশন ছিল?
[19/03 11:56 am] মুরারী সিংহ: হা হা হা। রাহুল যখন ইংরেজ মিশনারিরা বাংলা গদ্যের সূত্রপাত করেন তখন তারা লিখত মাননীয় মাগি ও মিনসেগণ।
[19/03 11:56 am] নিশীথ: কবিতার ক্ষেত্রে এখন কি আমরা A লিখে দেব সিনমায় যেমন দেওয়া হয়
[19/03 11:57 am] ‪+91 83729 68172‬: হুতোমি নক্সায়,,বহু ব্যবহৃত হয়েছে কলকাতার ককনি ভাষা
[19/03 11:57 am] ‪+91 97489 72889‬: প্যারি সাহেবের গপ্পটা দিদার কাছে শুনেছি দাদা।
[19/03 11:58 am] ‪+91 97489 72889‬: পীন ও পয়োধি কথাটিকে কি বলা হবে?
[19/03 11:58 am] মুরারী সিংহ: রবীন্দ্রনাথের কবিতাতেও মাগি শব্দ আছে
[19/03 11:59 am] ‪+91 83729 68172‬: শ্লীল অশ্লীলের দ্বন্দ্বটাও অনেক পুরানো,, ভারতচন্দ্রকেও অনেকে অশ্লীল বলেছেন
[19/03 12:01 pm] ‪+91 72784 02921‬: মাগি শব্দের অর্থটা কিন্তু আলাদা
[19/03 12:01 pm] ‪+91 96814 70338‬: যৌনতা বা এই ধরনের কিছু কথা আমরা বলতে লজ্জা পাই।। এগুলো তো প্রাকৃতিক।।শব্দগুলোকে হইসটলাইট না করে।।নিজের মতো করে গ্রহণ করলেই তো হয়।।
[19/03 12:01 pm] মুরারী সিংহ: শ্লীল অশ্লীলের ধারণা ভারতীয় সাহিত্যের নয়। এটা বিলেত থেকে আমদানি করা ভিকটোরীয় মূল্যবোধ।
[19/03 12:03 pm] ‪+91 97489 72889‬: যৌনতা নানান্ অর্থে ব্যবহার করা যায়।একটা সময় ছিল যখন একে বলা হতো ডেসট্রাকটিভ।কিন্তু এখন দেখি কনস্ট্রাকটিভ।
[19/03 12:04 pm] ‪+91 97489 72889‬: কোনারক।ওয়ান অব দি গ্রেটেস্ট ফর্মেশন।
[19/03 12:05 pm] মুরারী সিংহ: আর আমাদের এলিট সমাজের ভণ্ডামিটা হচ্ছে অন্য জয়গায় যতই লোক শব্দের প্রয়োগ নারী বা পুরুষের গোপন অঙ্গ বোঝাতে সাধুভাষার শরণ নিয়ে হবে
[19/03 12:05 pm] ‪+91 97754 62677‬: আর্ট আর কবিতা এক নয় ৷
[19/03 12:06 pm] ‪+91 96814 70338‬: আসলে আমরা এখনও রবি ঠাকুরের বাইরে সেই ভাবে ভাবতে পারিনি।।
[19/03 12:06 pm] ‪+91 83729 68172‬: "Human body is the highest temple of the God",, এই আপ্তবাক্যতেই বোঝা যায়,, শ্লীল,,অশ্লীলতা সমাজের সংকীর্ণতা ছাড়া কিছু নয়
[19/03 12:08 pm] মুরারী সিংহ: ভিকটরীয় যুগে বিলেতে পিয়ানোর পা ঢেকে রাখা রীতি ছিল
কারণ নগ্ন রাখাটা অশ্লীল
[19/03 12:09 pm] ‪+91 72784 02921‬: কেন নয় সেখানেও তো অশ্লীলতা আছে
[19/03 12:10 pm] মুরারী সিংহ: আজকের চোখে তা অশ্লীল
[19/03 12:10 pm] মুরারী সিংহ: তখনকার চোখে ছিল না
[19/03 12:11 pm] মুরারী সিংহ: থাকলে খাজুরাহো কোরকের ভাস্কর্য আমরা পেতাম না
[19/03 12:11 pm] মুরারী সিংহ: কোনারক
[19/03 12:12 pm] মুরারী সিংহ: নগ্নতা আমাদের ধর্মে ও সমাজে বহু সমাদৃত
[19/03 12:12 pm] মুরারী সিংহ: আমাদের উপাস্য দেবতা লিঙ্গ
[19/03 12:13 pm] মুরারী সিংহ: আমাদের উপাস্য দেবী নগ্নিকা
[19/03 12:14 pm] মুরারী সিংহ: শ্লীলতা অশ্লীততা সাহেব্দের চাপিয়ে দেওয়া মূল্যবোধ
[19/03 12:17 pm] মুরারী সিংহ: এখনকার সমাজ সাহেবি শিক্ষায় শিক্ষিত একটি প্রতিষ্টান। প্রাতিষ্ঠানিক স্বার্থেই তা রক্ষণশীল
[19/03 12:19 pm] মুরারী সিংহ: যৌনতা সম্পূর্ণ ভভাবে একটা প্রাকৃতিক ঘটনা।
[19/03 12:21 pm] মুরারী সিংহ: যৌনতার কারণেই ফুলে রঙ আসে গন্দগ আসে ম্যূর পেখম তুলে নাচে বর্ষাকালে ব্যঙের ডাক শোনা যায়
[19/03 12:23 pm] মুরারী সিংহ: যৌনতার কারণেই শরীরে যৌবন আসে নর নারী সুন্দর হয়
[19/03 12:31 pm] মুরারী সিংহ: জানবি আমাদের রসশাস্ত্রে যে নটি রসের কথা আছে তার প্রথমটির নাম আদি রস
[19/03 12:32 pm] মুরারী সিংহ: এই আদিরসে দ্রবীভূত হয়ে জয়দেব তার গীতগোবিন্দ লিখেছিলেন
[19/03 12:32 pm] মুরারী সিংহ: এই কাব্য কিন্তু সংস্কৃত ভাষার শেষ মাস্টারপিস
[19/03 12:33 pm] মুরারী সিংহ: জয়দেবকে কালিদাসের পরেই জায়গা দেওয়া হয়
[19/03 12:34 pm] ‪+91 72784 02921‬: এক্ষেত্রে আমি অন্য মত পোষণ করি কেন মন্দিরের গায়ে খোদাই করা হল কেননা এটা বোঝানোর জন্য মন্দিরে আসতে হয় লোভ কামনা বাসনা ত্যাগ করে এটা আমার মনে হয়
[19/03 12:35 pm] মুরারী সিংহ: বৈষ্ণব রসশাস্ত্রে আবার শ্রেষ্ঠ এবং মধুরতম রস হচ্ছে শৃঙ্গার রস
[19/03 12:36 pm] মুরারী সিংহ: মহাদেব ওটার মধ্যে একটা তান্ত্রিক মনোভাব আছে
[19/03 12:36 pm] কুমারেশ দা: আমি মনে করি যৌনতা একটা স্বাভাবিক ও প্রাকৃতিক বিষয়। তবে সেই সঙ্গে বাঙালির সংস্কৃতি অনুযায়ী কিছুটা গোপনোচারিনী। আপডেটেড কবিতার মতো ওপন এণ্ডেড নয়। একটা কথা খাজুরাহোর মতো যদি ভারতবর্ষের আরও পঞ্চাশটা জায়গায় ওইরকম কজ থাকতো তাহলে কী আমার খাজুরাহোর প্রতি আকর্ষণ মোটেই থাকত। থাকত না। তেমনই যৌনতা যে কোনো শিল্পে খুব খোলামেলা হয়ে গেলে কালান্তরে সেই শিল্প তার গুরুত্ব হারাবে। ডেভিডের মতো ওইরকম শিল্প আকছার হয়নি বলে আজও ডেভিডের ওপর আমাদের আকর্ষণ টিকে আছে। জানিনা বোঝাতে পারলাম কিনা।
[19/03 12:36 pm] মুরারী সিংহ: তান্ত্রিকতার মূলে আছে নগ্নতা
[19/03 12:37 pm] মুরারী সিংহ: তান্ত্রিকমতে রতির ভিতর দিয়েই যেতে হয় আরতির কাছে
[19/03 12:39 pm] ‪+91 72784 02921‬: হ্যাঁ জানি তো তাহলে যা দাঁড়ালো নগ্নতা যদি অশ্লীল হয় তাহলে খাজুরাহ বা ঐ জাতীয় মন্দিরের শিল্পকলাও অশ্লীল
[19/03 12:41 pm] ‪+91 72784 02921‬: তুমি বিপরীতটাও ভাবতে পারো সেসময় সৎ সাহসী শিল্পীর অভাব ছিল। যৌনতাকে গোপন করা আমাদের একটা রোগ
[19/03 12:41 pm] ‪+880 1711-463132‬: দাদা এক্ষেত্রে কাহলিল জিব্রানের দ্যা প্রোফেটের পোশাক পরিচ্ছদের দেয়া উত্তর যথাযথ হতে পারে
[19/03 12:43 pm] ‪+880 1711-463132‬: নগ্নতাই স্বাভাবিক।
তবে মানুষের মনের নিয়ন্ত্রণ এর ব্যাপারে মানুষ নিজেই সন্দিহান।
তাইতো পোশাক/আইন এসব সৃষ্টি করা
[19/03 12:45 pm] ‪+880 1711-463132‬: ন্যুডিস্ট দের ভেতর /জিপ্সিদের অন্তর্কলহ বাহ খুন খারাপি শুনতে পাইনি আজ অব্দি।। ভদ্র(সো কল্ড) রাই এসব অশ্লীলতা করে থাকে।
[19/03 12:45 pm] মুরারী সিংহ: আসলে বাঙালি বরাবর ভারতের অন্য অংশের থেকে আলাদা
[19/03 12:46 pm] মুরারী সিংহ: প্রিইথিবীর প্রথম সেক্স ম্যানুয়েল লেখে বাতসায়ন
[19/03 12:46 pm] মুরারী সিংহ: কামসূত্র
[19/03 12:46 pm] কুমারেশ দা: ঠিক আছে মানলাম রোগ। তাহলে নারীর যৌনতা নিয়ে যতখানি বলা হয় পুরুষের যৌনতা নিতে ততটা বলা হয় না কেন। কেন পুরুষের যৌনাঙ্গের বা দেহের সম্পর্কে খুব বেশী লেখালেখি পাওয়া যায় না কেন। এটা কি নারী-পুরুষের মধ্যে বৈষম্যকে তুলে ধরে না।
[19/03 12:46 pm] মুরারী সিংহ: পরে সাহেবরা তাকে নকল কর
[19/03 12:48 pm] মুরারী সিংহ: কুমারেশ তুমি কি শিবলিংগের পুজো দেখো না
[19/03 12:48 pm] মুরারী সিংহ: তাহলে আর গোপন কেন
[19/03 12:48 pm] ‪+880 1711-463132‬: কামসূত্র সেক্সকে আর্ট হিসেবে রূপ দিয়েছে।।
আর্ট দিয়ে সোশ্যাল ডার্ক্সাইট মোচন না করা গেলে সে আর্টের কোন মূল্য নেই।
তার আগে সোশ্যাল ট্রমা/ডার্ক্নেস গুলো চিহ্নিত করতে হবে।
[19/03 12:50 pm] ‪+880 1711-463132‬: দারুণ বললেন। ট্যাবু কাটাতে এলিয়েন ট্যাবু।।
[19/03 12:50 pm] ‪+91 72784 02921‬: আরেকটা বিষয় ভেবে দ্যাখো তিনটে মেয়ে একটা ছেলে বন্ধু আর এর উল্টো হলে মেয়ে টাকে আমরা বেশ্যা বানায় এটা কার মানসিকতার অভাব
[19/03 12:50 pm] মুরারী সিংহ: এটা তোমার সমজের চোখ মহাদেব
[19/03 12:51 pm] ‪+91 97754 62677‬: নগ্নতা স্বাভাবিক ৷ বাথরুমে কি করে সবাই জানে ,তাই বলে পোশাক খুলে খৌলা জায়গাই করবে কি?
[19/03 12:51 pm] কুমারেশ দা: Nari sarirer gopon o
  taar jounatake niye jato lekhalekhi hoyeche purush k niye taar 10% o hoyni.
[19/03 12:51 pm] মুরারী সিংহ: আসলে আমাদের ধর্মীয় চেতনায় নারীকে বলা হয় প্রকৃতি। যা উর্বরতার প্রতীক
[19/03 12:52 pm] ‪+91 72784 02921‬: না এটা আপনি এড়িয়ে যেতে পারেন না এটা সর্বক্ষেত্রেই প্রযোজ্য আমি খুব ঘনিষ্ট ভাবে মিশে দেখেছি
[19/03 12:53 pm] মুরারী সিংহ: বাকবুল তোমার সভ্য সমাজ তোমাকে পোশাক পরিয়েছে আদিম সমাজে কি পোশাক ছিল
[19/03 12:53 pm] মুরারী সিংহ: মানুষ কি জন্মের সময় পোশাক পরে জন্মায়
[19/03 12:54 pm] মুরারী সিংহ: নগ্নতা প্রাকৃতিক
[19/03 12:54 pm] ‪+91 97754 62677‬: আদিরস অস্বীকার করছিনা ৷কিন্তু আদিম যুগে ফিরতোও চাইছিনা ৷
[19/03 12:54 pm] ‪+91 72784 02921‬: পোষাক খুলে ফেলা কবিতায় কোনো শব্দ ব্যবহার করা এক জিনিস নয়
[19/03 12:54 pm] কুমারেশ দা: আসলে হয়তো এখানে আমাদের পুরুষতান্ত্রিক মানসীকতা কাজ করে এখনও। নাহলে আজও বিজ্ঞাপন মানে নারী শরীরে ব্যবহার কেন।
[19/03 12:56 pm] ‪+91 97754 62677‬: বিশ্বকবি আর জীবনানন্দের কবিতা বাংলা কবিতার শেষ কথা ৷তাঁদের কবিতা আমাদের পথ দেখায়৷কোথায় নগ্ন শব্দের প্রয়োগ ?উদাহরন দিন ৷
[19/03 12:58 pm] ‪+91 72784 02921‬: উনারাই আমাদের পথপ্রদর্শক ঠিক কথা উনারা ব্যবহার করেনি বলে আমরা করবো না এটা ঠিক কথা নয় এই মানসিকতা একদম গ্রহনযোগ্য নয়
[19/03 12:58 pm] ‪+91 98001 40350‬: Sobdo proyog kren ni vabna proyog korechen rabindranath jibonanand 10 percent na pore eta Ami nischit
[19/03 12:58 pm] কুমারেশ দা: যৌনতা থাক তবে অবশ্যই অন্তত কিছুটা আড়াল থাকুক। হয়তো এটাও পাঠকের জন্য একটা স্পেস ছেড়ে দেওয়া।
[19/03 12:59 pm] মুরারী সিংহ: অশ্লীলতা নিয়ে যত মাথাব্যথা এলিট সমাজের সমাজের নিচু তলায় নজর দাও তাদের বাগবিধি দেখো নারীপুরুষের সম্পর্ক দেখো দেখো তা কতখানি শিথিল
[19/03 12:59 pm] ‪+91 72784 02921‬: গোপনীয়তা তো থাকেই তবে কিছু শব্দে আমাদের খুব আল্যার্জি
[19/03 12:59 pm] ‪+91 98001 40350‬: Eksomy darja chilo na...Trpor darja elo .
darja te laganor jnno khiler ktha vablo...eta vabar somoy oi lokta nischoi sex er kthai vebechilo nahole gorter modhye chitkani keno
[19/03 12:59 pm] ‪+91 97754 62677‬: তাহলে কবিতাকে বয়সে আটকে রাখতেহবে ৷এটা দশ বছরবয়সিদের ,এটা mature দের ৷universal হবেকি?
[19/03 1:00 pm] কুমারেশ দা: যেন একদিন পাঠককেই না বলতে হয় —কবি তোর কাপড় কোথায়
[19/03 1:00 pm] ‪+91 72784 02921‬: কোনো কবিতায় ইউনিভার্সাল নয়
[19/03 1:02 pm] ‪+91 72784 02921‬: কবির কাপড় থাকবেই কবিতায় কোনো কাপড় থাকে না আবার থাকেও সমস্যাটা আসলে কবি ও কবিতাকে নিয়ে
[19/03 1:03 pm] মুরারী সিংহ: কুমারেশ তুমি নগ্নতাকে অশ্লীললতা বলছ ঠিক আছে একবার ভাবো তো দুর্ভিক্ষ পীড়িত সোমালিয়া সুদানের কথা আমরা সেই হাড় জিরজিরে মানুষদের টিভির পর্দায় দেখতে দেখতে চব্যচোস
[19/03 1:03 pm] ‪+91 97754 62677‬: কবিতায় কাপড় থাকে symbolic এর মধ্যে
[19/03 1:03 pm] মুরারী সিংহ: মুখে তুলি সেটা অশ্লীলতা নয়
[19/03 1:03 pm] ‪+91 72784 02921‬: আবার কাপড় থাকে না সিম্বলিকের মধ্যে
[19/03 1:04 pm] ‪+91 72784 02921‬: চেতনায় সব কথা বলে
[19/03 1:05 pm] কুমারেশ দা: মনে রাখতে হবে কোনো কিছু খুল্লমখুল্লা হয়ে গেলে তার উপর আকর্ষণ একসময় মরে যায়।
[19/03 1:05 pm] ‪+91 97489 72889‬: পৃথিবীতে ন্যুডিস্ট আন্দোলন কিন্তু ভয়ংকর সব ভার্স থেকে।
[19/03 1:06 pm] ‪+91 72784 02921‬: কালিকে কেউ কুনজরে দেখে না কিন্তু কোনো মেয়ে হলে সেই নজরটা কি থাকতো? আসলে এখানে কাজ করে ভাবনা মাতৃত্ব ভাবনা মেয়েটার ক্ষেত্রে হওয়া উচিত ছিল কিন্তু হয় না
[19/03 1:06 pm] কুমারেশ দা: গোপনীয়তা আছে বলেই আজও যৌনতার প্রতি মানুষের আকর্ষণ দুর্নিবার
[19/03 1:06 pm] মুরারী সিংহ: সমস্যাকে উপর থেকে না দেখে তার ভিতরে ঢুকতে হয় বন্ধুরা
[19/03 1:08 pm] ‪+91 72784 02921‬: আর এটাই ধ্বংসের মূল কারণ। যদি জানত যৌনতা আসলে একটা প্রয়োজনীয় ব্যাপার তাহলে সমাজ থেকে নারীর প্রতি যে দুর্নিবার আকর্ষণ আছে সেক্সচুয়াল সেটা কমে যেত
[19/03 1:10 pm] ‪+91 72784 02921‬: মদ্দা কথা যার মধ্যে যা আছে সেই তাই দেখবে এই মতবাদে আমি বিশ্বাসী
[19/03 1:11 pm] মুরারী সিংহ: প্রকৃত যৌনশিক্ষার অভাব আছে বলেই সমাজে এত বিচ্যুতি এত বিকৃতি।  আর প্রকৃত যৌনশিক্ষা দিতে বা পেতে হলে আমাদের অনেক প্রেজুডিস ভেংগে বেরোতে হবে। অনেক সংস্কার আবেগ অভ্যাস
যেগুলো অচলায়তনের মতো প্রত্যেকের মনে চেপে বসে আছে। কাজটা খুব সহজ নয়।
বন্ধুদের মতামতগুলো জানা হল। মনে হচ্ছে আমাদের আরো অনেক পথ হাঁটতে হবে।

সকলকে ধন্যবাদ
[19/03 1:13 pm] ‪+91 97489 72889‬: অর্ধনারীশ্বর কথাটির কতোটা গভীরতা আছে - অথচ,কথাটি আজকের নয়।
[19/03 1:13 pm] কুমারেশ দা: Tahole sah তাহলে সাহিত্যের অনেক ডাইমেনশনই বদলে যেত। হয়তো যৌনতা আর আসতোই না সাহিত্যে।
[19/03 1:15 pm] ‪+91 97489 72889‬: আসলে যৌনতা একটা কাউন্টার ফোর্স বা প্রতিষ্ঠান বিরোধী।শুধুমাত্র তাকে ওপরওপর দেখলে মনে হয় হবে না।
[19/03 1:15 pm] কুমারেশ দা: অর্ধ নারীশ্বর মানে নর ও নারী দুজনের কথাই বলা হচ্ছে রাহুল। একটা সাম্য আছে এখানে।
[19/03 1:15 pm] মুরারী সিংহ: দেখা যাচ্ছে অন্য সব ব্যাপারে আমরা যতই প্রগতিশীল সাজার চেষ্টা করি অন্তত একটা ব্যাপারে আমরা এখনো রক্ষণশীল গোঁড়া
[19/03 1:18 pm] নিশীথ: যে শব্দতে আমরা খিস্তি দি কবিতায় কি সেসব শব্দ ব্যবহার করা যাবে

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি