তেলের গুণ
তেলের গুণ - রাজেন্দ্র ভট্টাচার্য্য
----------
যেই খাঁটি তেলটা
গান্ধী নেহেরু জিন্না আজাদ
প্যাটেল মেননরা লাগাত
সাদা চামড়াওয়ালাদের পাছায়
আর লোম চাঁছা অন্ডকোষে
সেই ঝাঁঝালো তেলটা যে
এখন আর তুমি পাবেনা ভায়া
ঐ তেলের দম ছিলো বটে
ক্ষমতার চেয়ারখানা শেষমেষ বাগিয়েছিলো
ওরা কাটাকুটি আর কুমীরডাঙা খেলে
ঐ তেল মালিশওয়ালা শিয়াল কুমীরদের
উত্তরসুরীরাই জন্মসূত্রে গদি পেয়েছে
বাতানুকুল সেলুনে নিয়ে যাও শালাদের
পাছা উপুড় করে তেলের পিপে ঢেলে দাও
তবেই না তোমরা সবদিকে সফল হবে
আইন দেখবে
প্রশাসন সামলাবে
বিল্ডিং বানাবে
বানিজ্য করবে
সংস্থার কর্ণধার হবে
কেনা বেচা দালালি তোলাবাজি
এই চার জীবিকায় মোক্ষলাভ করবে
তারপর আবার বানপ্রস্থের আগেই
দাদা এবং নেতা হবে
এই ভাবেই চলতে থাকবে
ক্ষমতার একপেশে হস্তান্তর
আর তেলের গুণমান
বদলে যাবে নিরন্তর
ডাবর লাল থেকে নীহার
কেয়ো কার্পিন থেকে ভার্টিকা
পাবলিক নিংড়ানো তেলের
অ্যাড দিয়েই চলবে দেশ
একটাই সার কথা ঘটে রেখো ভায়া
তুমি যত বড়োই হনু কিংবা
পানু হও না কেন
ঠিকমতো তেল না মাখালে
স্বাধীনতার সুখ পাবে না কখনো
জয় হিন্দ !!!
তেল মাখানোর স্বাধীনতা
চলতে থাকুক !
@ রাজেন্দ্র / ১৫ই আগস্ট, ২০১৭
Comments