তবে জেনে রাখা ভালো
তবে জেনে রাখা ভালো - রাজেন্দ্র
--------------------------
মেরুদন্ডহীন আত্মসুখী গোলাম কাঁকড়া যদি হঠাৎ কাছা খুলে স্বাধীন হয় আর শিয়ালেরা যদি পায় তাদের কামড়ে চুষে ছিবড়ে করে খাওয়ার
একচ্ছত্র অধিকার তবে জেনে রাখা ভালো সেই হতভাগ্য পানা পুকুরটা আসলে তোমার আমার সকলের একলা ডুবে মরবার ভারতবর্ষ ।
গূহ্যদ্বারের কৃমিরা যখন খুশী তখন এবং যাকে খুশী তাকে চুলকানোর অভিপ্রায়ে যখন একতরফা সংবিধানের অধিকার ভোগ করে আর অনাহারে আধপেটা খেয়ে গেঁড়ি গুগলি শাপলা কচু ঘেঁচু খুঁজে মরে আধা উলঙ্গ ছেলেমেয়েরা তবে জেনে রাখা ভালো সেই ডাকিনীর জঙ্গলটাই তোমার আমার অসহায় ভারতবর্ষ ।
বিদেশীদের হয়ে দালালির দেশভাগে লুঠেরাদের ক্ষমতা দখল এবং বংশ পরম্পরায় শোষণ আর গুন্ডামিকে অতঃপর মেনে নেওয়া আমরা তাদের পাছায় বুড়ো আঙুলের ছাপ দিয়ে চলেছি দশকের পর দশক বিনা দ্বিধায় বিনা প্রশ্নে ।
আধপেটা খেয়েও মুখ বুঁজে ঝিমিয়ে থাকি আমরা । কাজ না পেলেও রোজগার না থাকলেও বন্যায় ডুবে মরে গেলেও ভেসে উঠে পচে গলে কাক শকুনের খাবার যোগাই । কিন্তু ভোটটা সময় করে দিতে একবারও ভুলি না । ঐ দিনটা শাসক দলের মন যোগালে ভালো নয়ত ছাপ্পা ভোটকেই হাসিমুখে বরণ করে নিই ।
প্রতি পাঁচ বছরে একবার কোটিপতি বড়লোক নেতারা একদিনের জন্যে গরীব সেজে ভোট ভিক্ষায় পথে নামেন । রোদে পোড়েন । জলেও ভেজেন । মাটির ঘরে ঢুকে মুড়ি বাতাসা খান । হাঁচেন কাশেন খোলা মাঠে হাগেন বাতকর্ম করেন । কারণ দেশ আমার মহান । আমার নেতা নেত্রীরা কেউ আম আদমী সাধারণ নন, তারা ভগবান ।
যাঁতাকলে আমাদের মগজ ধোলাই করে দালালদের কেউ হয়ে ওঠেন দেশ-জাতির জনক, কেউ বা চাচা, কেউ আম্মা, কেউ পিসি কেউ ভাতিজা । আর দেশের জন্যে যাবজ্জীবন জেল খেটে প্রাণ দেওয়া বিপ্লবীরা পেনশনের টাকার খোঁজে দপ্তরে দপ্তরে দৌড়ে ঘুরে মরেন । বিনা চিকিৎসায় মারা যান । আর আমরা তাদের অবদান ভুলে গরু শুয়োর খাওয়া নিয়ে লড়তে থাকি । যারা খেতে পড়তে ঘুমোতে দেবেনা, তাদের নামে জয়ধ্বনি দেই ।
হায় রে আমার দেড়শো কোটির অভাগা ভারতবর্ষ । দেশ ভাগ করে স্বাধীনতা পেয়েও শান্তি নেই । ভাগের মা'কে তারকাঁটার বেড়া দিয়ে বেঁধেও শান্তি নেই । কাগুজে স্বাধীনতা এখন সত্তর বছরের থুরথুরে জরাজীর্ণ বৃদ্ধ । সীমান্ত সুরক্ষার পিছনেই চলে যাচ্ছে দেশের প্রায় সমস্ত রাজস্ব ।
স্বাস্থ্য শিক্ষা প্রযুক্তি গবেষণায় কতখানি এগোলাম বা পিছোলাম, তার হিসেব তো গুগলই বলে দেবে । পণপ্রথা বধূনির্যাতন কন্যাভ্রূণ হত্যা ধর্ষণ খুনের হিসেবও হয়তো রাজ্য ধরে জেনে নেব । কিন্তু একটা প্রশ্নের উত্তর কি জানা যাবে ? বলে দেবেন কেউ ? আমরা কিসের স্বাধীনতা পেলাম ? কতখানি পেলাম ?
না না । এখন আবার সংবিধান দেখে কপি পেস্ট মারাতে যাবেন না যেন । সেটা তো এই অধমটাও পারবে । উত্তরটা আপনি আপনার মন থেকেই বলুন তো দেখি । একবার তো বই ছাড়া নিজের মতো করে ভেবে জবাব টা দিন ।
আর যদি তা না পারেন, তবে ঐ হারামিদের পাছায় আদি অনন্তকাল ধরে বুড়ো আঙুলের ছাপ্পা মারতে থাকুন । আর বলতে থাকুন, "বন্দে মাতরম্" । স্যরি, একটু ভুল হয়ে গেলো । বলুন, "কমরেডস্, বিপ্লব দীর্ঘজীবি হোক্ । ওহ্ নো । আবার ভুল বলে ফেললাম । বলুন, "জয় শ্রী রাম" ।
পুনশ্চঃ- (বলতে ভুলে গেছিলাম) আগামীকাল আমাদের স্বাধীন বৃদ্ধা ভারতমাতা সত্তর বছর পূর্ণ করবেন । আপনারা অবশ্যই আর বাকি বছর গুলোতে যেমন করে (একটা ছুটির দিনে যা যা করা সম্ভব) এই দিনটি কাটিয়ে এসেছেন, তেমন করেই দিনটি যাপন করবেন ।
বেশি ইমোশনাল হবার কিছু নেই । এই দেশটার জল মাটি আকাশ বাতাস পাহাড় পর্বত সমুদ্র মরুভূমি - সবটাই বিক্রি হয়ে যাবে আগামী দিনে । আর আমরা বা আমাদের পরবর্তী আগামী প্রজন্মেরা উদ্বাস্তু হয়ে আবার ক্রীতদাসের মতো বাঁচবো । এটাই মেরুদন্ডহীন আত্মসুখী গোলাম কাঁকড়া জাতির একমাত্র নিয়তি । সকলে জাতির জনকের ভাষায় তিন বাঁদর সেজে চুপচাপ নীরবতা পালন করুন । আর মনে মনে বলুন, " জয় শ্রী রাম । হুপ্ হুপ্ !!! "
Comments