দেব (তা) দাদা আসছেন
জ্যামিতিক হারে
সম্পত্তি বাড়াতে থাকো তুমি
প্রতিটা ভোটের পর
আমাদের মত জনতা জনার্দনকে
পাঁচ বছরে মাত্র একটা দিন
তোমার ভীষণ রকম দরকার
ঐ একটা দিন
কখনো তুমি টেনশনে জুজু হয়ে থাকো
কোথাও লাফাও বত্রিশ ইঞ্চি ছাতিকে
বেয়াল্লিশ করে
কারণ তুমি জানো
তোমার বগলে ফুসকুড়ি হলে
বা জাঙিয়ায় আরশোলা ঢুকে পড়লেও
তাতে ডেটল ঘষার ফ্যান এ দেশে বিস্তর
কিন্তু বন্যা হলে
মানুষ বাড়ি ঘর ভেসে গেলে
গবাদি ফসল নষ্ট হলেও
তোমার দেখা নেই
দেখা নেই দাঙ্গা হাঙ্গামায়
তবে এটা জানি
সারাটা বছর তোমাকে
অবশ্যই দেখা যাবে
ছুটতে আর লড়তে
বাতানুকুল হলে
সিনেমার সাদা পর্দায়
@ রাজেন্দ্র / ১৭ই আগস্ট, ২০১৭
Comments