হুজুগ
সবাই বলছে "সোনা" লিখলে
শব্দ নাকি লাল হয়ে ফোটে
একি গনেশ বাবাজির দুধ খাওয়া
নাকি বাঁশগাছের ফুল ফোটা
আমার আবার দুধ খেতে বিশ্রী লাগে
কেমন যেন বোঁটকা একটা গন্ধ
আর বাঁশঝাড় একেবারেই যা তা
কখন যে কার ঘাড়ে চেপে বসে
অনেকের তো আবার মেরুদন্ডের নীচেও চেপে বসে
আচ্ছা
আমি তো "সোনা" লিখলাম
কই ? কোথায় লাল নীল সবুজ হলুদ
বেগুনি আসমানি
সব অক্ষরই তো কাকেশ্বর কুচকুচে
মানুষের হুজুগ তো
পারেও বটে
কখন যে কি
নেচে ওঠে ই ছোট্ট ঘটে
রাজেন্দ্র ভট্টাচার্য্য
Comments