রাতের অসুখ
রাতের অসুখ © রাজেন্দ্র
গভীর রাতের পানশালায়, হাজার শয়েক বোতলের
ভাগ্যবান কেউ কেউ, সুরাসক্ত মাতালের সঙ্গ পায় । বাকিরাও চার দেওয়ালের অন্ধকারে, হস্তমৈথুন সেরেই সময় কাটায় । খেজুর, আনার, কাজু, কিসমিসও এখন আর ভার্জিন থাকে না, শেষ বিচারের অনন্ত অপেক্ষায় । এখন তারা আমাজন ডট কমে ডিসকাউন্টে উট আর ডিলডো জোগাড় করে, গুগল ডট কম আর ইউটিউবের সুবাদে, সর্বজনীন ওরাল বা ভার্চুয়াল সেক্সে রত হয় অবাধে । আর বাকি সব ভব্য সামাজিকদের ইচ্ছে হলেও, না পাওয়ার অদম্য তাড়নায়, চুপচাপ বসে যন্ত্রণায় কেশোৎপাটন করে, আদিমতার আমরণ জ্বালায় ।
Comments