ভাবনার কোলাজ
ভাবনার কোলাজ
© রাজেন্দ্র
❑ এক
ডুবন্ত মাংসের ঝোলে মশলায়, নতুন আলুর তোতলামি সেরে যায়
❑ দুই
সোনালী ডানার, খসে পড়া পালকের স্বপ্ন, আকাশে ভাঙলে, নিকোনো উঠোনে, সুবাসিত ফেনা ভাতের স্বাদ পাওয়া যায়
❑ তিন
জলজ লতার মতো, মগ্নতার সম্পর্কে জড়ানো শিকার শিকারী, অনন্ত অপেক্ষার শরীর নিয়ে, রূপকথার নৌকায়, দেবীপক্ষের জোছনায়, চাঁদের কলঙ্ক ছুঁয়ে, আলপনা দেয়
❑ চার
যেদিকে পথ নেমেছে, বাঁক ভাঙা গ্রামের দিকে, রাতের চাদরে, তার ধার বেয়ে, নদীর জল নামে, অনামী ঝর্ণায়, কবিতার অক্ষরে
❑ পাঁচ
ফুটন্ত জল গাঢ় হলেও, চলকে ওঠে না ভাতের ফেনা, পেটের থলিতে আগুন হলে, নীতি মন ধার ধারে না
Comments