ভাবনার কোলাজ

ভাবনার কোলাজ
© রাজেন্দ্র

❑ এক

ডুবন্ত মাংসের ঝোলে মশলায়, নতুন আলুর তোতলামি সেরে যায়

❑ দুই

সোনালী ডানার, খসে পড়া পালকের স্বপ্ন, আকাশে ভাঙলে, নিকোনো উঠোনে, সুবাসিত ফেনা ভাতের স্বাদ পাওয়া যায়

❑ তিন

জলজ লতার মতো, মগ্নতার সম্পর্কে জড়ানো শিকার শিকারী, অনন্ত অপেক্ষার শরীর নিয়ে, রূপকথার নৌকায়, দেবীপক্ষের জোছনায়, চাঁদের কলঙ্ক ছুঁয়ে, আলপনা দেয়

❑ চার

যেদিকে পথ নেমেছে, বাঁক ভাঙা গ্রামের দিকে, রাতের চাদরে, তার ধার বেয়ে, নদীর জল নামে, অনামী ঝর্ণায়, কবিতার অক্ষরে

❑ পাঁচ

ফুটন্ত জল গাঢ় হলেও, চলকে ওঠে না ভাতের ফেনা, পেটের থলিতে আগুন হলে, নীতি মন ধার ধারে না

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি