ঈদ মোবারক
আমি ভুলে যাই আমার নাম ধাম গোত্র আর জন্মসূত্রে বংশ পরিচয়, আমি ভুলে যাই আমার স্বকীয় অস্তিত্ব । আমি বয়েই চলেছি একটানা পূর্বপুরুষের কৃত পাপ, আমি করতে পারিনি এখনও তাদের অপকর্মের প্রায়শ্চিত্ত । আমি জানি রক্তের রঙ লাল । আমি জানি জল মাটি আকাশ বাতাসে জেগে আছে ইতিহাস মহাকাল । আমার কাছে চন্দ্র সূর্য্য গ্রহ তারারা আসে আমারই অজান্তে । কানে কানে তারা বলে যায় মানবতাকে জানতে, আর ভালোবাসাকেই মানতে । ইহজগতে আর বেঁচে আছি যতদিন, ধর্ম জাতপাতের ছোটবড় ভেদাভেদ মানছি না ততদিন । মানুষকে ভালোবেসেই ভালো আছি । মানুষের জন্যেই তো এখনও বেঁচে আছি ।
ঈদ মোবারক ।।
(সকলকে পবিত্র ঈদের শুভ কামনা আর অনেক অনেক ভালোবাসা)
© রাজেন্দ্র
Comments